১. E.Coli(ই.কলি)নামক ব্যাকটিরিয়ায় ডি.এন.এ. (DNA)এর দৈর্ঘ্য প্রায় ১.৫ কিমি।
২. আমরা থাইল্যান্ডে ভ্রমনে যাই। তা আপনি জানেন কি? থাইল্যান্ডে গাড়ি চালানোর জন্য অবশ্যই আপনাকে শার্ট পড়তে হবে!! অর্থাৎ, আপনি খালি গায়ে গাড়ি চালাতে পারবেন না!
৩. ক্যানারি দ্বীপপুঞ্জের অধিবাসিরা শিস্ দিয়ে কথা বলতে পারে।
৪. ৯৯% লোকই যখন তাদের সিকিউরিটি পাসোয়ার্ডের একটি অক্ষর ভুল করে, তখনি সে পুরো পাসোয়ার্ড ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে ফেলে এবং পুনরায় টাইপ করে!! আপনি যদি করেন তাহলে কমেন্ট করে জানাবেন
৫. পিসার হেলানো টাওয়ারে সিঁড়ি সংখ্যা কয়টি -২৯৭ টি।
৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর স্বল্পতার কারনে, ওই সময়ের অস্কারের খেতাব স্বরূপ মূর্তিটি কাঠের তৈরি ছিল!
৭. কোন দেশে জাতীয় সংগীতে কোন শব্দ ব্যবহৃত হয় না – স্পেন। -
৮. অগাস্ট মাসে জন্মহার অন্য সব মাসের চেয়ে বেশি?? অর্থাৎ, বিশ্বে অগাস্ট মাসেই সবচেয়ে বেশি জন্মদিন পালন করা হয়!!
৯. মোনালিসা চিত্রটি অপর নাম - কো জিওকোনডো।
১০. বিশ্বে সর্বাধিক প্রচলিত গান- হ্যাপি বাথর্ডে।