ইন্টারনেটের জগতে বাচ্চাদের ভালো জিনিস শেখার

in life •  7 years ago 

ইন্টারনেটের জগতে বাচ্চাদের ভালো জিনিস শেখার কোনো শেষ নেই কিন্তু প্রায়ই তারা সম্মুখীন হয় অযাচিত কন্টেন্টের যা তাদের মানসিক বিকাশে ব্যাঘাত ঘটাতে পারে।

তাই বাংলাদেশে এই প্রথম রবি নিয়ে এলো সেইফনেট। এখন ইন্টারনেটে আপনার বাচ্চারা শুধু ভালোটাই শিখবে।

ভিজিট করুন: http://bit.ly/2GADjNt
rovb.jpg
ইন্টারনেট আমাদের জীবন ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে- আমাদের জন্যে সংবাদ পড়া, বিনোদন, গবেষণা, ছুটির দিন বুক করা, কেনাবেচা, দোকান, নেটওয়ার্ক, শিক্ষা, ও ব্যাংকসহ নানান ধরণের দৈনন্দিন কাজের সুবিধা করে দিয়েছে।

সেফ ইন্টারনেট একটি নিরাপত্তা ব্যবস্থা যেখান থেকে বাবা-মা ইন্টারনেট ফিল্টার করতে পারবেন।এই ব্যবস্থায় কোন বিশেষ সাইট/অ্যাপকে ব্লক করতে পারবেন/খুলে দিতে পারে।

সেফনেটের বৈশিষ্ট্য:
সময় ভিত্তিক ইন্টারনেট নিয়ন্ত্রণ
বিশেষ ক্যাটেগরির সাইট ব্লক করা/খুলে দেওয়া
তালিকাভূক্ত অ্যাপ/ইউআরএল ব্লক করে রাখা

কিভাবে ফ্রি ট্রায়ালে নিবন্ধন করবেন:

রবি ইন্টারনেট থেকে robisafenet.com সাইটে যান।
আপনার রবি নম্বর লিখুন +৮৮০১৮ xxxxxxxx । আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে ওটিপি পাবেন। আপনার নিবন্ধন যাচাই করতে ওটিপি লিখুন।
আপনার পছন্দের ৪ ডিজিটের পিন লিখুন। পিনটি মনে রাখুন কারণ পরবর্তীতে এটি লাগবে।আপনার মোবাইলে এখন রবিসেফনেট সচল হয়ে গেছে।

নিরাপত্তার জন্যে ডিভাইস চিহ্নিত করা

আপনার শিশুর নম্বরে ফিল্টার যুক্ত করার জন্যে অ্যাড এ নিউ ডিভাইস অপশনে ক্লিক করুন।
শিশুর মোবাইল নম্বরে সিস্টেম থেকে একটি মেসেজ পাঠানো হবে, যেখানে একটি লিংকও থাকবে। অগ্রসর হওয়ার জন্যে লিংকে ক্লিক করুন।
অবেশেষে ব্রাউজার রিফ্রেশ করুন। আপনার শিশুর ইন্টারনেট নিরাপদ হয়ে গেছে।

Read more at https://www.robi.com.bd/safe-net#krDWjvUopHeGKUob.99

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://www.youtube.com/watch?v=1ttOGOUNlZM

Thakes