ছাত্রজীবনে " ফেল " মানেই কি সব সম্ভাবনার পতন ?

in life •  7 years ago  (edited)

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি ভালো আছেন। আপনারা ইতিমধ্যে টাইটেল দেখে জানতে পেরেছেন আমার আজকের পোস্টের বিষয়টা কি। আজ আমি একটা গুরতবপুর্ন বিষয় নিয়ে কথা বলবো । আর সেটা হচ্ছে ছাত্রজীবনে ফেলের প্রভাব। আমরা অনেকেই ভাবি ছাত্রজীবনে ফেল মানে সব শেষ, সব আশা আকাঙ্ক্ষার পত্ন হয়ে যায়। আসলে কি তাই ? আমার সহজ উত্তর " না " । এটা নিত্তান্তই একটি ভুল ধারনা। ব্যরথতা সবার জীবনেই আসতে পারে, তাই বলে হতাশ হয়ে সাম্নের দিন গুলোকে নষ্ট করার কোন মানেই হয় না। পড়াশুনায় সবাই যে ভালো হবে বা ভালো ফলাফল করবে এমনটা কিন্তু কখনোই হয় না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমিও এমন সময়ের সম্মুখীন হয়েছি। তাই বলে হতাশ হয়ে জীবনে চলার পথের দিক পরিবর্তন করি নাই, বরং দ্বিগুণ গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আজ আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যা আপনাকে ব্যর্থতা কাটিয়ে উঠতে সহায়তা করবে ।

Source

হতাশাগ্রস্ত হওয়া যাবে নাঃ

Source

আমার মাঝে মাঝে মনে হয় শুধু মাত্র আমাদের দেশের নয় সারা বিশ্বের ভাষাবিদরা যদি একত্রিত হয়ে যদি Tension এবং Depression এই দুটি শব্দের ব্যবহার যদি বন্ধ করে দিত কতইনা ভালো হতো । এই Tension এবং Depression দিয়ে কি আমাদের কোন উন্নতি হয় কখনোই হয় না বরং আমদের শরির ও মনের ভাবমূর্তি নষ্ট হয়। এগুলোই আমাদের আগামি দিনের সাফল্যের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। তাই হতাশাগ্রস্থ না হয়ে পুরনো দিনের কথা মনে না করি সামনের দিকে এগিয়ে যাও উদ্দম গতিতে । তাইতো কিরান ডিসাই বলেন,

"The present changes the past. Looking back you do not find what you left behind.”


নিজের উপর আত্মবিশ্বাস বহাল রাখাঃ

Source

আমরা খুব সহযেই হার মেনে যাই। ব্যর্থতার সম্মুখীন হতে আমরা ভয় পই, আর সেই কারনে আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। আমাদের মধ্যে এমন ধরনের চিন্তা ভাবনা আসে যেন মনে হয় আমাদের দিয়ে আর কোন সাফল্য আসবে না। আসলেই আসবে না, আসবে কীভাবে ? আমরা তো হার মেনেই নিয়েছি । আমরা যদি আমাদের আত্মবিশ্বাস কে এভাবে হারিয়ে ফেলি তাহলে কোন কাজেই কখনো সাফল্যের মুখ দর্শন করতে পারবো না।


স্বপ্ন দেখতে শিখুন এবং তার জন্য কঠোর পরিশ্রম করুনঃ

Source

জীবনে ব্যর্থতা আসা একটি নিত্তান্ত ব্যপার, এটা নিয়ে মন খারাপ করার কছু নেই। বরং আপনি ঐ ব্যর্থতা থেকে কতটা শিখতে পেরেছেন সেটাই মূল ভাবনার বিষয়। অতিতের ব্যর্থতার কথা ভুলে গিয়ে ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখতে শিখুন। শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্নের প্রয়াস চালিয়ে যেতে হবে যতক্ষণ না সাফল্য আসবে। তখন শুধু একটি কথাই মাথায় রাখবেন যে অতিতের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। আর সেই জন্য করতে হবে কঠোর পরিশ্রম । যত যাই হোক সাফল্য়ের মুকুট টি মাথায় পড়তে হবে। আমরা কেউ জানিনা সামনে কি আছে তাই সবসময় আমাদের প্রস্তুত থাকতে হবে Forrest Gump ছবিটাতে একটা ডায়ালগ আছে, “Life was like a box of chocolates, you never know what you’re gonna get.” বাস্তবেই কিন্তু তুমি জান না যে জীবনে সামনের দিকে তোমার জন্য কি রাখা আছে। তাই তোমার কাজ হবে লক্ষ্য ঠিক রেখে নিরলস পরিশ্রম করে যাওয়া।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Comment removed.

Superb Picture.
One Pic Say Very Much About Our Life.
Great Post.

Superb Picture. One
Pic Say Very Much About
Our Life. Great Post.

                 - bharat273


I'm a bot. I detect haiku.

You got a 37.66% upvote from @postpromoter courtesy of @rishan!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

You're totally right...
Most times we give up just when we are about to achieve our goals; perseverance pays
I especially love your choice of images, it's helpful.
Thanks lots for sharing, much love @joyart

good post. i already upvote your post and resteem your post.

vai @risan apnar sathe kisu important kotha silo. apnar facebook id ta den.
here is my facebook id https://www.facebook.com/profile.php?id=100008181708457