আমি শহীদুল্লাহ্ কায়সার। আমার বাসা জামালপুর দেওয়ানগঞ্জ থানার বাঘার চর গ্রামে। সব কিছু মিলিয়ে আমাদের গ্রাম অনেক সুন্দর। গ্রামের মাঝখানে বিল তার কিছু দূর পর নদী বয়ে গেছে।নদীর কূল ঘেঁষে গেছে পাহাড় যদিও তা ভারত এর তবুও পায়ে হাটার বেড়াজাল থাকলেও চোখের দৃষ্টিতে সব কিছু ভোগ করা যায় প্রকৃতির অনাবিল সৌন্দর্য। ছোট থেকে লেখালেখি খুব পছন্দ। গাছের ডালে, ক্ষেতের আইলে কিংবা ঘরের মাচালে বসে লিখতাম ভয়ে না। কিছু লিখতেছি তাই কেউ যদি না দেখে সে জন্যে।লজ্জ্বা কাজ করত। এভাবেই বেড়ে উঠা মেয়েদের সাথে তেমন ভাবে কথা বলতাম না। এখন অবশ্য অনেক পরিবর্তন হয়েছি।
এখন মেয়েদের সাথে কথা বলতে তেমন বেগ পেতে হয় না।
অবশ্য প্রয়োজন ছাড়া কথা হয়না।তার কারণ আছে অবশ্য। শিশুকালে প্রেমের ভীমরতি ধরছিলো। আমি আরেকটা মেয়ে শিশুর প্রেমে পড়ে যায়। এখনো সেই আর কাছে প্রেম হয়ে আছে। তাই অন্য মেয়ের প্রেমে পড়ার সময় হয়ে উঠেনি।
এখন পর্যন্ত বিয়ে করিনি । সেই ছোট্ট বেলায় ভাবতাম তাকে বিয়ে করতে না পারলে আমি বিয়ে করবো না।সেই ভেবে অবশ্য বিয়ে আমার বন্ধ নেই কেন যেন সময় হয়ে উঠে না।
এই তো মাঝেমধ্যে লেখালেখি,বই পড়া ডিজিটাল মার্কেটিং, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এর কাজ করে সময় পারি দিচ্ছি আর প্রতিনিয়ত কিছু শেখার চেষ্টা করছি।আজ না হয় এ পর্যন্ত থাক। জীবনের অনেক সুন্দর না বলা কথা আছে তা না হয় আরেকদিন বলবো।
#জীবনের জীবিকার ও মনের তাগিদে অনেক কিছু করতে হয়।
#অনেক জায়গায় যেতে হয়।
অনেক কিছু পেতে হয়।অবশ্য সুখের জন্যে অনেক কিছু পেতে হয়না। যার মন মানসিকতা চাওয়া আর পাওয়ার মধ্যে বন্দী সে কখনো সুখী হতে পারে না।
সুখের জন্যে সময়কে ভালোবাসতে হয়।
#সুখ সবার জীবনে আসে কেউ পায়ে ঠেলে দেয় কেউ আগলে রাখে।