মসজিদের সবচেয়ে গুরুত্ব পূর্ণ জায়গা হচ্ছে ওযু খানা। কারণ মানুষ নামাজ পড়তে আসলেই তাকে ওযু করতে হয় কারণ ওযু না করলে নামাজেই হবেনা তাই উচিত মসজিদ বানানোর সাথে সাথে ওযু খানা বানানো। আর এই ওযু খানা যদি কেউ নিজেস্ব টাকা দিয়ে বানিয়ে দেয় তাহলে সেটা হবে অনেক শোয়াবের কাজ ।তাই যদি কারো সামর্থ থাকে আপনারা যেকোনো মসজিদে পারলে একটা ওযু খানা বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মুসলমানদের একমাত্র পবিত্র স্থান হচ্ছে মসজিদ। আমাদের সকলেড়ে উচিত মসজিদ ও ওযু খানার প্রতি যত্নবান হওয়া মসজিদ ও ওযু খানা পরিষ্কার পড়িসসন্ন রাখা। আমাদের মসজিদে শুক্রবারে নামাজ পড়ানো হয়৷ শুক্রবার আমাদের মসজিদের মোয়াজ্জেম সব কিছু পরিষ্কার পরিছন্ন করেন৷ তার কাজই মসজিদ সবসময় পরিষ্কার রাখা৷
ওজু করার স্থান মানুষ পরিষ্কার রাখার চেষ্টা করে। পবির জায়গা তাই কেউ অপবিত্র করেন না৷ সবাই সচেতনার সহিত ওযু খানা ব্যবহার করেন।