কে আমি ?

in life •  7 years ago 

এই পৃথীবিতে ১০০ বছর আগে বর্তমানে বসবাসরত কেউ ছিল না ।আগামী ১০০ বছর পরও বর্তমানে বসবাসরত কেউ থাকবে না ।

কিন্ত কিছু মানুষ এই পৃথীবীতে বেঁচে থাকে যুগ যুগ ধরে । সেটা তাদের কর্ম গুনে,তাদের বলা প্রতিটি কথা মানুষ এখনো মেনে চলে । তাদের চরিত্র এ পৃথীবীতে বর্তমানে এথনো অনুসরন করে ।

তাই আমাদের প্রত্যকের উচিত এ পৃথীবীর স্বল্প সময়ের বাসিন্দা হিসেবে এমন কিছু করে যাওয়া যাতে মানুষ যুগের পর যুগ মনে রাখে ।

সব সময় নিজেকে প্রশ্ন করা উচিত কে আমি?

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Great post!
Thanks for tasting the eden!