সমাজে বসবাসরত সকলের মধ্যে নিজেকে রুপান্তর করুন

in life •  7 years ago  (edited)

যেকোন প্রজাতি একটি পরিপূর্ণ রুপ লাভ করতে অনেকগুলো ধাপ অবলম্বন করে। একের পর এক ধাপ পার হবার পর সে পরিপূর্ণতা লাভ করে। ঠিক তেমনি আমাদেরও অনেক রুপান্তর ঘটে । ছোটবেলা থেকে আমাদের অভিভাবকরা আমাদেরকে একটাই উপদেশ দিয়ে আসে যে " বড় হয়ে মানুষের মত মানুষ হও" । আমরাতো মানুষ তো আবার পুনরায় মানুষ হবো কীভাবে ? এমন চিন্তা সব সময় মাথায় ঘুরপাক খেত। আসলে তারা যেটা বুঝাতে চেয়েছিল সেটা তখন আমরা বুঝতে না পারলেও, যৌবনকালে এই ব্যাপারটা ঠিকই বুঝতে পেরেছি।

তারা যেটা বলতে চেয়েছিল তা হচ্ছে, নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলা । নিজেকে সমাজের একজন স্বনামধন্য ব্যক্তি হিসেবে পরিচিতি দেওয়া ।তাহলে চলুন যেনে নেই কীভাবে নিজেকে রুপান্তর করা যায়ঃ


Source

পারসোনালিটি গড়ে তোলাঃ


আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজের বসবাসরত অন্যসব লোকজন যেমনঃ বন্ধু-বান্ধব,মা-বাবা, ভাই-বোন, প্রতিবেশিদের সাথেই উঠাবসা করা হয়। তাদের চারিত্রিক আচার আচরণের প্রভাব কিন্তু আমাদের মাঝেও কাজ করে। তাই, আমাদেরকেই খেয়াল রাখতে হবে যে, কোন গুনটা গ্রহন করা উচিত এবং কোনটা গ্রহন না করা শ্রেয় । কেননা, এসব গুন দিয়েই আমাদের পারসোনালিটি বা ব্যক্তিত্ব গড়ে উঠবে।

আত্মনির্ভরশীলতাঃ


অন্ধকারে যেমন আমাদের ছায়াও আমাদের সাথে থাকে না, ঠিক তেমনি কোন কোন সময় বিপদে কাউকে পাশে পাওয়া খুব দুষ্কর । তাই নিজেকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে অন্যের উপর থেকে নির্ভরতা কমে যায় এবং যেকোন বিপদে যেন নিজেই মোকাবেলা করতে পার ।

খাপ খায়িয়ে চলাঃ


আমরা সবসময় যেমনটা চাই তেমনটা নাও পেতে পারি। তাই বলে মন খারাপ করে কোন লাভ নেই। জীবনের প্রতিটি অধ্যায় কিন্তু একই রকম হয় না। এটাই বাস্তব তাই এই বাস্তব কথাটি মেনে আমাদের খাপ খাওয়ানো শিখতে হবে। সবসময় টিকে থাকার কথা চিন্তা না করে বরং নিজেকে পরিবর্তনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। প্রতিকুল অবস্থার কাছে হার মানা যাবে না, বরং তার সম্মুখীন হতে হবে।

নিজের সিদ্ধান্ত নিজে নেওয়াঃ


জীবনে চলার পথে নানা ধরনের সিদ্ধান্ত নিতে হয় আমাদের। আমরা অনেকেই অন্যের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি । আবার মাঝে মাঝে কোন প্রকার যাচাই বাছাই করা ছাড়াই অন্যের সিদ্ধান্তে সম্মতি দেই। এটা একদম ঠিক না নিজের সিদ্ধান্ত সবসময় নিজের নেওয়া উচিত। অন্যের উপর নির্ভর না করাই শ্রেয় ।

Untitled.png

জীবনের বিভিন্ন অধ্যায়ে আমরা বিভিন্ন শিক্ষা পেয়ে থাকি । এই শিক্ষা গুলোকে সঠিক কাজে লাগিয়ে আমরা আমাদের চারিত্রিক গুনাবলি বৃদ্ধি করতে পারি এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারি ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@zaku ভাই জান, আপনার এই লেখাটা পড়ে মনের vetore একটা আবেগ তৈরি হয়ে গেলো,,, আপনি এই লেখাটা এর মাধ্যমে যেটা বোঝাতে চেয়েছেন, সেটা হলো,, সময়ের সাথে সাথে আপনি যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন, তাহলে সমাজ থেকে আপনি অনেক পিছিয়ে যাবেন,,, আপনি 4 টি জিনিস খুব ভালো করে বুঝিয়েছেন,,, 1) পারসোনালিটি গড়ে তোলা,,,,, 2) আত্মনির্ভরশীল,,, 3) খাপ খায়িয়ে চলা,,, 4) নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া,,, আমার মনে হয়, একটা মানুষ মানুষের মতো মানুষ হতে গেলে এই 4 টি জিনিস খুব ভালো করে দরকার,, আর আপনি সেটা বুঝিয়েছেন,,, অসংখ্য ধন্যবাদ আপনাকে,, আমি আপনাকে ফলো করলাম, upvote দিলাম,,, আসা করি, আগামী দিনে আরও অনেক কিছু জানতে পারবো আশায় রইলাম আপনার,,,

You got the right point. Thumbs up

@zaku ভাই,,,,, ধন্যবাদ আপনাকে, আমি steemit এ নিউ member, আমি চেষ্টা করছি কিছু করার কিন্তু কিছু করতে পারছি না,, কিন্তু আপনাদের মতো বড় মানুষ রা আমাকে সাহায্য করবেন প্লিজ,, আপনারা steemit এ অনেক পুরোনো,,, আপনাদের কাছে থেকে অনেক কিছু জানতে পারবো,,

Join our community we will help you to grow up here. Details about our community In this post : Why @steemitbd is the best communication for Bangladeshi Newbie Users. (Find Out Here)

@zaku ভাই কিসের moddhe আমি join korbo, বুঝতে পারছি না, আমি আপনার link টা click করে ছিলাম, কিন্তু কিছু বুঝতে পারছি না,,,,

You got a 90.91% upvote from @upmewhale courtesy of @zaku!

Earn 100% earning payout by delegating SP to @upmewhale. Visit http://www.upmewhale.com for details!

Another peaces of great advice.

@zaku প্রতিকুল অবস্থার সঙ্গে লড়াই করলেই আমরা শিখতে পারবো কিভাবে লড়াই করতে হয় । প্রতিকুল অবস্থা কে জয় করার মাঝেই যে আনন্দ লুকিয়ে আছে , যা জয়ের অনুভূতি টাই আলাদা।