About life from my old dairy

in life •  7 years ago 

IMG_6661.JPG

''আমি জিয়া , আমিও আর দশজনের মত একজন মানুষ ৷ আমারও একজন 'মা' এবং একজন 'বাবা' আছে ৷ আমি দুইজনকে অনেক ভালবাসি ৷ আজ আমি তাদের জন্য এই পৃথিবীর জগৎকে চিনতে শিখেছি ৷কিন্ত ভাগ্যের কি নির্মম পরিহাস আজ আমি তাদের তেকে অনেক দুরে ৷আমি যত দুরে তাকি না কেন ,ওনাদের দুআ সবসময় আমার সাথে আছে ৷ ওনারা কখনো অভাব শব্দটি কি তা আমাকে বুঝতে দেয়নি ৷ আমার সব চাওয়া পাওয়া মহূর্তের মধ্যে পূরণ করে দিয়েছেন এবং এখনো দিচ্ছেন ৷ আজ আমি বড় হয়ছি ৷ আমাকে ওনারা স্বাধীনতা দিয়েছে ৷ আজ আমি নিজেকে বুঝতে শিখেছি,তাই নিজের প্রতিবাকে ঠিক মত গড়তে চেস্টা করতেছি৷ সবাই আমার জন্য দুআ করবেন ,যাতে আমি সফল হতে পারি ৷ যাতে আমি একটা সুন্দর জীবন তাদেরকে উপহার সরূপ দিতে পারি ৷''

The picture is taken in KLCC Park (Kuala Lumpur, Malaysia) using Canon DSLR camera.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!