ভাইজান খবর একখানsteemCreated with Sketch.

in life •  6 years ago  (edited)

রোজার ঈদে , কাজী নজরুল ইসলামের “ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ” গানটি যেমন মনে করিয়ে দেয় রমজানের ঈদ এসে গিয়েছে, ঠিক তেমনি ভাবে আজ থেকে ১০/১৫ বছর আগে RC Cola এর একটি বিজ্ঞাপন আমাদের মনে করিয়ে দিত যে কোরবানির ঈদ এসে গিয়েছে, একটি ঈদের আমেজ তৈরি করে দিয়ে যেত আর আমাদের বলে যেত রেডি হও কোরবানি এসে গিয়েছে, তখন খুব ছোট ছিলাম, বিজ্ঞাপনটি টিভিতে প্রচার হওয়ার সাথে সাথে তৈরি হয়ে যেত ঈদের আমেজ।
কিন্তু আফসোস এখন আর সেই বিজ্ঞাপনটি এসে কোরবানির ঈদের কথা স্মরণ করিয়ে দিয়ে যায় না। খুব মিস করি সেই বিজ্ঞাপনটিকে, মাঝে মাঝে অপেক্ষায় থাকি যদি কখনও নতুন ভাবে বিজ্ঞাপনটি তৈরি করে আবার আমাদের মাঝে কোরবানির ঈদের আমেজটা তৈরি করে দিয়ে যেত! আজও সেই বিজ্ঞাপনের গানটি কানে বাজে-

ভাইজান খবর একখান, খবর একখান, দেরি হইয়া যায়,
আতর লাগাই ঈদ এর নামায ফরি ও ফেলায়,
ভাই জান খবর একখান।
এক বোতল এ দুই এক খুশি আমরা মুসুলমান,
একখান হইল রমজানের ঈদ, আরেকখান কুরবান,
ভাইসাব RC Cola খান।

er.jpghh.PNGhihk.PNG
[Photos are the screenshots from youtube]
Source

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Very nice post...tnx for nice post

Thanks to you for being with

@zsukanta আমার খুবই পছন্দের বিজ্ঞাপন। কোরবান ঈদ আসলেই এই বিজ্ঞাপনের কথা মনে পড়ে যায়। ধন্যবান পুরনো স্মৃতি মনে করিয়ে দেবার জন্য। চালিয়ে যান।

Thanks a lot to you too.

puruno dine niye gelen miya