হ্যালো বন্ধুরা
আরোহী এখানে,
আশা করি আপনাদের সবার জীবনে ভালো দিন কাটছে।।আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশা করি আপনারা অবশ্যই আমার আগের পোস্টটি পছন্দ করবেন।😁 আমি এখানে আমার আজকের পোস্ট শেয়ার করতে এসেছি তাই আর দেরি না করে শুরু করা যাক। আশা করি এই ছবিগুলো আপনার ভালো লাগবে।নিচে ফটোগ্রাফি গুলার ছবি দিয়ে এদের একটু বিবরণী দেওয়া হলো;
কয়েক মাস আগে আমিও আমার পরিবারসহ এই রিসোর্টে ঘুরতে যাই । এই রিসোর্টের চারপাশে সবুজ আর সবুজ দিয়ে ঘেরা। তাছাড়া রিসোর্টটির পাশে একটা বড় পুকুর রয়েছে পুকুরটি অনেক বড় যেখানে ছোট ছোট নৌকা চলে । তাছাড়া এই রিসোর্টটির পাশে একটা বড় পাহাড় রয়েছ। পাহাড় থেকে এই সব সৌন্দর্য উপভোগ করা সম্ভব। আমিও আমার পরিবার মিলে এখানে একদিনে এক রাজ অতিবাহিত করি। তারপর মাঝে মাঝে আমি কিছু ফটোগ্রাফি আমাকে না বন্দি করে রেখে দেই ।কেননা আপনাদের সাথে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করতে হবে। আসলে পরিবেশের সাথে যারা ঘুরতে থাকে তাদের নিয়ে আসলে সব জায়গায় শান্তি মিলে।
যাইহোক আসার নয় অন্য আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন ও আমার সাথে থাকুন। ধন্যবাদ সকলকে এতক্ষন আমার পোস্টটি সুন্দরভাবে পড়ার জন্য।
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmeedkUN8n6z9FCdoRS4CCJHmwF2bkdNpNzsLVbDKsYRYh/3Pcs-Lot-Small-Size-Emoji-Smile-balloons-Happy-Birthday-Party-Decor-Kids-Rainbow-Balloons-Baby-Boy.jpg)