#লকেট_চ্যাটার্জি-র চোখ আবার রাজনৈতিক বা ধর্মীয় রং দেখে তবেই মানুষের দুঃখে কেঁদে ওঠে। দক্ষিণ দিনাজপুরে একটি মেয়েকে রেপ করে পুড়িয়ে মারার খবর শুনে তো উনি পকাত করে কেঁদে দিলেন , কিন্তু দিল্লির #JNU তে যে ছাত্রীদের আর ছাত্রদের অপর প্রাণঘাতী হামলা হল... তাতে ওনার ন্যাকা কান্না পায়না, যখন ওনার রাজনৈতিক দলের সরকারের অধীনে থাকা উত্তর প্রদেশে মেয়েরা রেপড হয় , মানুষকে পিটিয়ে মারা হয়, ভুয়ো মামলায় ফাঁসানো হয়...... তখন ওনার চোখ দিয়ে এক ফোটাও নেকু কান্না বেরোয় না। তখন সব দোষ হয়ে যায় ওই পিটুনি খাওয়া মানুষগুলোর , রেপড হওয়া মেয়েগুলোর আর ভুয়ো মামলায় ফেসে যাওয়া মানুষগুলোর। দিলিপ দাদু যখন বলেন ঐশী ঘোষের মাথা ফাটেনি , ওরা রং মেখে নাটক করছে ... তখন তো মিচকি হেসে দিলিপ দাদুর পাশে গিয়ে দাড়ান উনি! আসলে অভিনেত্রী তো! নেকু ভুয়ো কান্নার অভিনয়টা বেশ ভালই পারেন।
উত্তর প্রদেশে যদি বিজেপি সরকার পশ্চিমবঙ্গের মত একই সমস্যার সমাধানই না করতে পারে , তাহলে কেউ এক্সপেক্ট করে কিকরে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলেই ভুস করে আলাদীন দিয়ে সেই সব সমস্যার সমাধান করে এক্কেবারে ভ্যানিশ করে দেবে?
সমস্যা তো ভ্যানিশ হবেনা, হবে মানুষ ... জাত পাত করে , ধর্মীয় দাঙ্গা করে আর বিরোধিতা করলেই আর স্বাধীনতা চাইলেই...আসামের মত।
#LocketChatterjee