মানুষের ভিতরে ৮০% মানুষ আলস। এরা জিবনে সব কিছুই পেতে চাই তাও আরামের সাথে । এরা জিবনের মানে বোজে না। সারাজিবন ঘুমায়া কাটাই। জীবন মানে প্রতিযোগিতা এটা তারা ভুলে যাই।
এই রকমের মানুষ দেশের সর্বনাশ ডেকে আনে। সবাই এই রকমের মানুষ থেকে দূরে থাকুন।
এরা মানুষের সাথে মজার সাথে জিবিন যাবন করে। কিন্তু জিবনে এত কাজ করতে হবে এই কাজ করতে এরা কখনও রাজি থাকে না।
সব মানুষ শান্তি চাই । কিন্তু তার জন্য আগে কাজ করতে হবে ।এই কাজ না করলে মানুষের সারা জীবন কষ্টে থাকতে হবে।
আলস মানুষ এটা যখন বোজে তখন অনেক দেরি হইয়া যাই। তখন আর কিছু করার থাকে না। আলসদের যখন দেওালে পিঠ ঠেকে যাই তখন বুজতে পারে। আসল কথা হল মানুষ জাতিটাই এমন ।যারা কাজ করছে তারা কাজ নিয়া বাস্ত কিন্তু যারা ঘুমাই তারা সারা জীবন গুমাই।
এর থেকে রক্ষা পওয়ার উপাইঃ
- পরিবারকে সচেতন হতে হবে।
- ছোট থেকে কাজ করতে দিতে হবে।
- কাজের জন্য উৎসাহ দিতে হবে।
- ভবিষ্যৎ সম্পর্কে জানাতে হবে ।
- পরিবারের ভার বহন সম্পর্কে বোঝাতে হবে।
আমার পোস্ট পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ । সবাই ভাল এবং সুস্ত থাকবেন । সবার সুস্ত কামনা করছি।
You got a 15.55% upvote from @postpromoter courtesy of @smsadman!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Agree with you and I want add few words. We have learn or participate extra curriculum more which will be help us to take responsibility for our family as well for our society. thanks for your nice post.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has received a 21.87 % upvote from @booster thanks to: @smsadman.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit