আমার ৪ বছরের সম্পর্ক ভেঙ্গে গেছে। না না আর কিছুদিন পর ৪ বছর হত।তার আগেই ভেঙ্গে গেছে। ৪ বছর আগে আমার জন্মদিনে আমি প্রথম উপলব্ধি করি যে আমি ভালবাসি।আর ৪ বছর পর ওর জন্মদিনে ও নিশ্চিত হয় যে ও ভালবাসেনা।কিহ অতভুত!যারা আমাকে চিনে তারা সবাই জানে কত যুদ্ধ কত কষ্ট কত সেক্রিফাইস কত অনিশ্চয়তার মধ্য দিয়ে আমার সম্পর্ক টা শুরু হয়।তখন অনেক মানুষ আমাকে খারাপ বলে অনেক মানুষ হাসে অনেক মানুষ নিশ্চিত ছিল এই সম্পর্ক টিকবে না আবার অনেকেই পাশে ছিল।আমার চোখের সামনে এখনও সবটা বাস্তব।তখন দুইজনে কথা দিয়েছিলাম একদিন সবার সামনে প্রমান করব আমার ডিছিসন ভুল ছিলনা।অনেক কমিটমেন্ট অনেক মায়া অনেক ভালোবাসা অনেক স্বপ্ন নিয়ে এই সম্পর্ক টার শুরু। আর বলতে দ্বিধা নেই একসময় মনে হত আমার চেয়ে সৌভাগ্যবতি আর কেউ না।এত সুন্দর সম্পর্ক আর কারোর না।কখনও খুব বেশি পাবলিক না করলেও আমাদের সম্পর্ক ছিল বেষ্ট।মানুষটাও ছিল বেষ্ট।এত সুন্দর সময় কাটানোর পুরো কৃতিত্বই তার। কিন্তু আমি এতটাই গর্ব করতাম হয়ত আমারই নজর লেগে গিয়েছিল।তারপর আমি অভিজ্ঞতা করলাম সবচেয়ে ভয়ংকর সময়গুলোর।যখন চোখের সামনে চেনা এত কাছের আমার সপ্নের এত আপন মানুষটা একটু একটু করে চেন্জ হয়ে গেল।আমার ধৈর্য্যের পরীক্ষা চলতে লাগল।অনেক কিছু বুঝেও অন্ধ হয়ে থেকেছি।কারন আমি লক্ষি বউ হতে চেয়েছিলাম।আসলে আমরা অনেক কিছুই বুঝি,আমরা সবটাই জানি কিন্তু আমরা নিজের কান নিজের চোখ নিজের বিবেক কে বিশ্বাস করতে চাইনা।কারন যেই মানুষ টাকে আমি ভালবাসি সে আমাকে আর ভালোবাসবে না আমাকে আর এডমায়ার করবেনা আমার যত্ন নিবে না আমাকে আর দেখতে চাবে না আমাকে খুজবেনা এই জিনিসটা আমরা মেনে নিতে পারিনা।আসলে আমরা স্বার্থপর তাই নিজের ভালো না থাকা আমরা মেনে নিতে পারিনা।কিন্তু আমরা ভুলে যাই সেওতো মানুষ। তার পরিবর্তন হওয়াটা খুবই স্বাভাবিক। বরং আমি পরিবর্তন হতে পারিনি এটা আমার সমস্যা। আমি অতিরিক্ত আবেগি আমি বেকডেটেড।আমাদের কাছের মানুষের অবহেলা কে আমরা সবচেয়ে বেশি ভয় পাই।তাই সবটা বুঝেও আমরা আশা করি তারা ফিরবে।আত্মসম্মানবোধের শেষ অংশে ঠেকেও আমরা অপেক্ষা করি বোকার মত।অন্ধের মত।
আমি খুব করে চেয়েছিলাম একদিন এই সম্পর্ক টাকে পূর্ণতা দিয়ে সবার সামনে আত্মপ্রকাশ করতে।কলেজে উঠার পর থেকে তেমনভাবে কাওকে এই ব্যাপার টা বলা হয়নি।চেয়েছিলাম সব ঠিক হলে সবাইকে সারপ্রাইজ দিব।কিন্তু বাস্তবতা যেহেতু নিষ্ঠুর তাই আমাকে আমার ব্যার্থতা আমার বিচ্ছেদ টুকুই সবার সামনে প্রকাশ করতে হল।আমি অনেক মানুষকে অনেক বড় মুখ করে অনেক কিছু বলেছিলাম।তাই আমি চাই আমার হেরে যাওয়া টা সবাই জানুক।I'm giving permission to everyone.you guys can laugh on me now, you guys can gossip. I fail to hold someone whom i love the Most.I fail to keep my word.
অসহায়ের মত অন্য কারো ভালোবাসা শেষ হয়ে যাওয়ার ফল বাধ্য হয়ে মেনে নেয়ার চেয়ে ভয়ংকর বোধহয় আর কিছুই হয়না।এটা মানতে আমার অনেকটা সময় লেগে যাবে।নিজের সব সপ্ন পুরিয়ে. বাস্তবতা মেনে আমি পুরোপুরি নতুন করে কখনও নিজেকে সাজাতে পারব কিনা জানিনা।একটা প্রচন্ড মানসিক ক্ষতি হয়ে গেছে।যেই ক্ষতি কখনোই কেউ ঠিক করতে পারবেনা।তবে এর জন্য সম্পূর্ণ আমিই দায়ি।দিনের পর দিন আমি নিজেই নিজেকে ঠকিয়েছি।
আসলে আমি জানতাম না মানুষ কথা দেয় শুধু মুহুর্ত টাকে সুন্দর করার জন্য। সারাজীবন কথা রাখার জন্য না।আর মানুষ সম্পর্ক করে আবেগে। বাস্তবে প্রতিষ্ঠিত করার জন্য না।
তবে এই মুহুর্তে আমার সবচেয়ে আফসোস একটাই,,
'মানুষ চিনতে আমার বড় ভুল হয়'....