কোকিল কালো কেশ তোমার
হরিণীর ন্যায় আঁখি,
ঠোঁটে মধুর হাসির ঝিলিক
প্রাণ জুড়ায় যত দেখি ।
তোমার কণ্ঠধ্বনি শুনিলে মোর চিত্ত ওঠে দুলে
নৃত্যের ছন্দে,
দিনরাত করি শুধু তোমার বন্দনা
হৃদয়ের গহীনে।
নুরে তোমার মোর নজরকাড়া
তুমি বিহনে আমি বাধনহারা,
কষ্টগুলো যায় হারিয়ে
পেলে তোমার ভালোবাসা ।
আমার এ হৃদয়ে এঁকেছো তুমি
জীবনের প্রতিচ্ছবি,
মরণও যদি বিচ্ছেদ চায়
তবুও রবে কেবলি একটাই আমার তুমি ।
back to me
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit