ফোন রিসিভ করেই বুঝতে পারলাম
কোনো সমস্যা হয়েছে। কারণ শুভ্র
কোনো কথা বলছে না। শুভ্র যখন ফোন
করে কোনো কথা বলে না তখনই
বুঝতে হবে something is wrong.
'হ্যালো? হ্যালো শুভ্র??'
'কি '
'কি মানে? ফোন তো তুই করলি '
'মিষ্টি ...আদিবা আমার
সাথে কথা বলছে না। '
'তাতে কি। তোর flirt করার মেয়ের অভাব
আছে নাকি?'
'নারে, আদিবা মেয়েটারে আসলেই আমার
খুব পছন্দ। '
'দুনিয়ার ৪৯% মেয়েরেই তোর খুব পছন্দ।
তাতে কিছু আসে যায় না। '
'ইশ ...তুই আমার কথার অর্থ বুঝতেছিস না। I think I
love her!'
'u think?'
'no, I m sure!!'
'কখন sure হইলি? মাত্র?'
'তোরে না মাঝে মাঝে থাপরাইতে মন চায়।
'
'হইছে যা যা আদিবারে propose কর গিয়া। সময়
নস্ট করতেছিস কেন '
'okay bye'
'শুভ্র শোন ...'
আমার কথা শোনার আগেই শুভ্র ফোন
কেটে দিল।বুকে ব্যাথা শুরু হয়েছে।
মনে হচ্ছে আশেপাশের সব কিছু থেমে গেছে।
আট বছর ধরে শুভ্রর প্রতি আমার
দুর্বলতাকে আমি ভালবাসায় পরিণত
হতে দেইনি। তার কারন ছিল একটাই, শুভ্র
জীবনে কোনো কিছু seriously নেয়নি।
আজকে ওর
কথা শুনে নিজেকে ধরে রাখতে পারলাম
না। তবে কি আমার ৮ বছরের
বন্ধুত্বে আমি যা করতে পারিনি আদিবা তা ৩
মাসের মধ্যেই করে দেখালো??
আমি তো আমার বন্ধুত্বে কখনো ত্রুটি করিনি।
শুভ্র যখনি কোনো বিপদে পরেছে, সাহায্য
করেছি। মায়ের সাথে ঝগড়া করে ভাত
না খেলে বুঝিয়েছি।
রাতে দেরী করে বাড়ি ফিরলে বকাঝকা করেছি।
কই ...আদিবা তো এসব করেনি...
শুভ্র ফোন করেছে। রিসিভ করতেই হবে।
ওকে কখনই বুঝতে দেয়া যাবে না যে কিছু
হয়েছে।
Posted using Partiko Android