কথা দিয়া কথা রাখেনি
এমনটাই ঘটেছিল আমার বন্ধুর ক্ষেত্রে । আমার বন্ধুর নাম সবুজ , সে একটি মেয়েকে খুব ভালোবাসতো তার নাম সুমি । ওদের সম্পর্ক প্রাই ৪ বছর । তাদের সম্পর্ক এমন ছিল এই কথাটা সবাই জানত । এমনকি ওদের পরিবারের সবাই জানত এবং তাদের কথা ছিল একসময় তাদের বিয়া হবে । এই কথা ভেবে ওরাও অনেক খুসি ছিল । কথা ছিল সবুজ চাকরি পাইলে ওদের একটা বাবস্তা করে দিবে এবং সুমির ও পড়া লেখা শেষ হইয়া যাবে এর ভিতর । এই জন্য সুমি আর সবুজ পড়ালেখা ঠিক মত করতে লাগলো , সুমি দেখতে অনেক সুন্দরি ছিল , যেকেউ সুমিকে দেখলে প্রেমে পড়ে যেত । সুমির বাসায় অনেক ভাল ভাল পাত্রের বিয়ার প্রস্তাব আসছে । কিন্তু সুমির বাবা দিতে রাজি হইনি । কিন্তু সবুজের পরিবার অনেকটা অভাবি ছিল আর সুমির বাবা অনেকটা ধনি ,। এই ক্ষেত্রে একটু সুমির বাবা রাজি ছিল না তার পর ও সুমিকে খুসি করার জন্য ওদের বিয়ার কথা বলে । কিন্তু অবশেষে সবুজ এবং সুমির পড়ালেখা শেষ প্রাই ।
পড়ালেখা শেষ করে সবুজ চাকরীর জন্য চেষ্টা করবে । সুমিও তার বাবার কথা মত চাকরীর জন্য চেষ্টা করে । সুমির যখন পড়ালেখা শেষ হইয়া যাই । তখন ওরা শহর পরিবর্তন করার চেষ্টা করে । এটা সুমির বাবার প্লান ছিল । কোন রকম শহর পরিবর্তন করতে পারলে সবুজের সাথে আর কোন যোগাযোগ করতে দিবে না । সুমির বাবার মাথার বুদ্দি খুব ঠাণ্ডা প্রকিতির ছিল । যা করে কাও কে বুঝতে দেই না । কি করবে , সত্যি সত্যি সুমির বাবা শহরের অনেক ধুরে পরিবর্তন করল । এই দিকে সবুজ চাকরীর জন্য বাস্ত শুধু এইদিকে নজর দেওয়ার সময় ছিল না সবুজের । আর সুমিকে যখন শহর থেকে বাইরে নিয়া আসলো তখন ভাল ছেলে দেখে সুমির বিয়ার কথা চিন্তা করল । সুমি তার বাবার কোন কথার অবাধ্য হয় না। বাবা যা বলে তাই মেনে নেই । এই কথা শুনে সুমি অনেক কান্না করেছিল তার পরও সুমি তার বাবার কথা অবাধ্য হইনি।
শেষ পজন্ত সুমি তার বাবার পছন্দের ছেলেকে বিয়া করে এবং সবুজকে জানাল হল সে যেন অন্ন কোন মেয়ে দেখে বিয়া করে নেই এবং সুমির জন্য যেন অপেক্ষা না করে । এই কথা শোনার পরে সবুজ অনেক কষ্ট পাইছিল যেহেতু সবুজ বাস্তব বুজত সেহেতু তারা সমস্যা টা বেশি কিছু মনে করেনি । সে তার পরিবারের কথা চিন্তা করে চাকরি করতে শুরু করে । এবং ভাবে সময় মত বিয়া করে নিবে ।
এই ছিল ঘটনা । সবাইকে অনেক ধন্যবাদ