এখন কেমন আছো প্রিয়া?আশা করা অনেক ভালো আছো এবং সুখে আছো।আমিও অনেক ভালো আছি এবং অনেক সুখে আছি।আমার মত সুখে এই পৃথিবীতে কেউ নেই।তুমি যানো তোমার কথা মনে পরলে রাতে আমি ঘুমাতে পারি না।কেনো তুমি এমন করলে।কেনো আমার জীবনেতুমিএসেছিলে আবার পাখির মতো উরাল দিয়ে ভলে গেলে।কিন্তু কেনো এমম করলে।আমার স্বপ্নগাথা মনটাকে ভেঙ্গেচুরে দিলে।এমনটা করার দরকার ছিলো না প্রিয়া।দোয়া করি তুমি সুখে থাকো।