তোমার একটা স্বপ্ন ছিল !
হ্যা তোমার খুব করে চাওয়া
একটা স্বপ্ন ছিল
একটা মানুষকে সারা জীবন
আপন করে পাওয়ার
খুব একটা স্বপ্ন ছিল
স্বপ্ন ছিল, তাকে নিয়ে
প্রতিটা দিনের
সারা জীবনের
না জানি মোনে মোনে আরো কত স্বপ্ন দেখেছো
যা কাউকে বলার মত না
সে মানুষটা হয়ত সব জানে
যাকে নিয়ে তীমার এতো আয়োজন
সে প্রতিজ্ঞা করেছিলো,
কখনো একলা করে ছেড়ে যাবে না ।
তুমি সে পথেই পথ চলা শুরু করেছ
তুমি দৃঢপ্রতিজ্ঞ যে এই স্বপ্ন তুমি পুরন করবেই,
এই জীবনটাই তোমআর চাই ।
কিন্তু হলো কি!
যে মানুষটাকে আঁকড়ে ধরে সামনে এগুচ্ছিলে,
আএ মানুষটা না তোমার স্বপ্ন থেকে সরে গেল!
তুমি হতবাক,
কান্না, হতাশা, দিশ্চিন্তা, স্বপ্ন ভাঙ্গার যন্ত্রনা,
সব কিছু তোমাকে ঘীরে ধরে,
যে পথ খুশিতে চলছিলে,
সে পথ এখন বিষের মতন
তোমাকে দম বন্ধ করে তিলে তিলে মারছে!
সে মানুষটাকে কত অনুনয় বিনয় করে চায়েছ!
সে আসেনি তোমাকে বাচানোর জন্য হলেও
আর এগুতে পারোনি, সেখানেই পরে আছো,
তোমাকে এগুতে দিছে না ওই বিষাক্ত চিন্তাগূলো!
তোমার সপ্নের পৃথিবীটাকে কেউ যত্ন করে
ধ্বংস করে দেবার পর,
এখন তোমার স্বপ্ন দেখতে ভয় লাগে!
প্রতি পদে পদে ভয়
কবিতার বাকি অংশ পেতে comment. Follow. Upvote. Resteem. করুন।