প্রেমের সাতকাহন - "কিছু ভ্রান্ত ধারণা"

in love •  2 years ago 

আমার আজকের এই আর্টিকেলটি পড়ে অনেকেই দুঃখ পেতে পারেন, কেউ কেউ আবার আমার ওপরে রেগেও যেতে পারেন । কিন্তু, এটি আমার একান্তই ব্যক্তিগত ভাবনা, আমি কারোর ওপরে এটি চাপিয়ে দিচ্ছি না বা কাউকে এটা বিশ্বাস করতেও বলছি না । এটি নিছকই একটি আর্টিকেল ভিন্ন আর কিছুই নয় ।

প্রেম কি ? সাধারণ ভাবে আমরা প্রেম বলতে বুঝি ভালোবাসার বন্ধনে আবদ্ধ দু'টি নর-নারীর হৃদয়ের সম্পর্ককে, এই সম্পর্ক প্রকাশের বিভিন্ন ভাবভঙ্গী এবং আচরণগত বৈশিষ্ট্যকে । ভালোবাসা আর প্রেম এক জিনিস নয় । ভালোবাসায় কোনো শরীরী আকর্ষণ থাকে না, কিন্তু প্রেমে থাকে । যদিও প্রেমে শরীরী আকর্ষণ তেমন কোনো মুখ্য বিষয় নয়, তবুও থাকে । এটা অমোঘ ।

প্রেমে মুখ্য বিষয়ই হলো হৃদয় বা মন । মানুষ কেন প্রেমে পড়ে ? কি জন্যে প্রেমে পাগল হয় ? এসব ব্যাপারে আজকে যাচ্ছি না আমি । আমার আজকের প্রধান আলোচনার বিষয়ই হলো প্রেম সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা নিয়ে । তো চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা : প্রেমের সাতকাহন - "কিছু ভ্রান্ত ধারণা"

০১. প্রেমের অনেকগুলি স্তর ও শ্রেণীভাগ আছে । বর্তমানের অধিকাংশ প্রেমই আসলে জাস্ট ভালোলাগা, তাতে ভালোবাসার পরিমাণ অতি ক্ষুদ্র । এখানে শরীরী আকর্ষণটাই মুখ্য, হৃদয় নয় । এগুলি প্রেমের নিম্নস্তর - "শরীরী প্রেম"। আর যে সকল ভালোবাসা গড়ে ওঠে ও আবর্তিত হতে থাকে হৃদয়কে অবলম্বন করে সেগুলো উচ্চস্তরের - "মানসিক প্রেম"।

০২. নিচুস্তরের শরীরী প্রেম যেখানে মনের আদান প্রদানের চাইতে শারীরিক সম্পর্কটাই মুখ্য সেগুলো আসলে খুব বেশিদিন টেঁকে না । কিছুদিন যেতে না যেতেই আর শারীরিক আকর্ষণ থাকে না উভয়ের কাছেই । ফলে সম্পর্কে ছেদ পড়ে এবং প্রেম ভেঙে যায় । এই প্রেম চলাকালীনই কেউ একজন অন্য কারো রূপে মুগ্ধ হয়ে বর্তমান প্রেমের সম্পর্ক ত্যাগ করে আরেকজনের সাথে প্রেম করতে মনস্থ করে । তাই এই ধরণের প্রেমের জন্ম হয় যেমন দ্রুত মৃত্যুও হয় তেমনই দ্রুত । একটা ছেড়ে আরেকটা, প্রেম চলতেই থাকে । এই প্রেম আসলে শুধুই একটা খেলা ।

০৩. মধ্যস্তরের প্রেম হলো এমন প্রেম যেখানে হৃদয়াবেগ এর পাশাপাশি থাকে তুমুল শরীরী আকর্ষণ । অধিকাংশ ক্ষেত্রেই এই প্রেম বিয়ে অবধি গড়ায় । আর তারপরে ধীরে ধীরে প্রেমে ভাঁটা পড়তে থাকে । একটা সময় যখন দু'জনের কাছে শারীরিক আকর্ষণটা ক্ষীণ হয়ে যায় তখন প্রেমও অর্ধেক হয়ে যায় । তবে যেহেতু মনের টানটা কম হোক বেশি হোক থেকেই যায় তাই আর প্রায় ক্ষেত্রেই মৃত্যু অবধি থেকে যায় প্রেমটা ।

০৪. উচ্চস্তরের প্রেম । এই প্রেমই হলো সেই প্রেম যেটা নিয়ে যুগ যুগ ধরে কত কবিতা, কত গান, গল্প, উপন্যাস, সিনেমা, নাটক, থিয়েটার রচিত হয়েছে তার সীমা পরিসীমা নেই । এই প্রেমে শরীরী আকর্ষণ অতি ক্ষীণ থাকে । এই প্রেমে মনটাই মুখ্য । দুটি হৃদয় সত্যিকার অর্থে বাঁধা পড়ে এই প্রেমে । এই প্রেম কোনো কিছুরই বাঁধা মানে না - বয়স, ধর্ম, বর্ণ, সমাজ, সংসার কোনো কিছুরই না । এই প্রেমে যেহেতু শরীরী আকর্ষণ ক্ষীণ থাকে তাই এক জন আরেক জনের চেহারা দেখে প্রেমে পড়ে না, কারো ব্যক্তিত্ব, কারো মেধা, কারো কণ্ঠস্বর, কারো মেধা বা কারো বাচনভঙ্গীর প্রেমে পড়ে । তবে অধিকাংশ সময়েই কোনো কিছুর মোহ থেকে দু'জনের হৃদয়ে প্রেম জন্ম নেয় না । এটা সম্পূর্ণ আপনাআপনি কোনো কিছুর প্রভাবে প্রভাবিত না হয়েই গড়ে ওঠে - প্রেমের সম্পর্ক ।

এই প্রেমের বন্ধন কখনো ছিন্ন হয় না । এই প্রেমের কোনো মৃত্যু নেই । অবিনশ্বর, শ্বাশত এই প্রেম । হ্যাঁ, এরই অপরনাম প্লেটোনিক প্রেম । লালন শাহের সেই বিখ্যাত উক্তি - "মনের মানুষ ! জীবনটাভোর খুঁজে বেড়ালাম, পেলাম না । আর কি পাবো তারে ?" সত্যিই তো মনের মানুষ আমরা খুঁজে ফিরি অহর্নিশি । কিন্তু, ক'জনই তা পাই ? লালন শাহ একটা জীবন ধরে খুঁজেও যেটা পেলেন না, সেটা আমরা এতো সহজে পাবো ? কখনোই না ।

মনের মানুষ হলো সেই মানুষ যে আয়নায় দেখা নিজেরই প্রতিচ্ছবি যেন । তাকে সব কথা বলা যায়, জীবনের কিচ্ছুটি গোপন তার কাছে থাকে না, যে শয়নে স্বপনে, সুখের-দুঃখের সবসময়ই নিজের কাছে থাকে, যাকে কখনো অবিশ্বাস করার প্রশ্নই ওঠে না, যে অন্যায় কাজেরও সঙ্গী আবার ভালো কাজেরও সঙ্গী, ভালো না বেসে যাকে একটি মুহূর্তও থাকা যায় না - সেইই হলো মনের মানুষ । এই মনের মানুষের সাথে প্রেম হলো শ্বাশত - The Eternal Love ।

এবার লাস্টে কিছু মজার কিন্তু বর্তমান সময়কার প্রেমের পটভূমিতে একদম ধ্রুব সত্য কথা তুলে ধরছি -

০১. "তুমিই আমার প্রথম প্রেম" - একদম ডাহা মিথ্যে কথা, এই সেম কথা সে কতজনকে বলেছে তার ইয়ত্তা নেই ।

০২. "তোমাকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি" - কচু ভালোবাসি, মধু ফুরালে মৌমাছি ডানা মেলবে ফের ।

০৩. "তোমাকে না পেলে এ জীবন আমি শেষ করে দেব" - এই কথা বলা প্রেমিক/প্রেমিকা প্রেম জলাঞ্জলি দিয়ে দিব্যি আরেকজনের সাথে চুটিয়ে সংসার করছে, কেউ তো মরেনি, দিব্যি আছে ।

০৪. "তোমার রূপে আগুন জ্বলে" - ধুর কলার রূপ, এক ঘেয়ে চেহারা দেখতে দেখতে আর ভালো লাগে না, ও পাড়ার মৌটুসি কি দারুন দেখতে মাইরি !

০৫. "তোমাকে আমি মরণের পরেও এভাবে ভালোবেসে যাবো" - এই কথা বলার পরের সপ্তাহেই ব্রেক আপ ।

০৬. "ওগো তোমার ওই দু'চোখ আমাকে পাগল করেছে" - এই কথা বলবে যখন, তখনও চোখ থাকবে মেয়েটির বুকের দিকে ।

০৭. "তোমার এই হাত ধরেছি, জীবনেও কখনো এই হাত আমি ছাড়বো না আর" - এই কথা বলা ছেলেটি একদিন ওই হাত দিয়েই অ্যাসিড নিক্ষেপ করবে মেয়েটির মুখে ।

০৮. "আমি শুধু তোমাকে ভালোবাসি, তুমি গরিব কি ধনী এসব আমি বুঝি না, আমি শুধু তোমাকেই চাই" - এই কথা বলা মেয়েটি দিব্যি এক মধ্যবয়স্ক টেকো, ভুঁড়িওয়ালা বিশাল ধনী ব্যবসায়ী কাউকে বিয়ে করে দিব্যি ছেলেটিকে একটি কাঁচকলা প্রদর্শন করে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে যাবে ।

০৯. "লক্ষীটি একবার শুধু একবার তোমাকে একটু দেখবো, সত্যি বলছি আর কিছু করবো না" - এই কথা বলা ছেলেটি বাধ্য করে মেয়েটিকে তার সাথে শুতে । পরে বিয়ে তো দূরের কথা প্রেমটাও জলাঞ্জলি দিয়ে দেয় ।

১০. "তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম" - এই কথার মধ্যে মাত্র ৯৯.৯৯% কথা মিথ্যে, বাকিটুকু সত্যি ।

------- ধন্যবাদ -------

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5HrP9oxvAAp2fps24PSYBLoD46voVApTyDrF2Ei1SPizPMczdMAin3LpPEL55FGTXEn7tLaCg2ir6yxnVKv5tY1gaEghAM83fMvrW1Mbt.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!