----মুসলিমছেলে হিন্দুমেয়ে
LoVe_StOrY
✪~~~~~~~⊕~~~~~~~✪
☞আমি পূজা।
_দেশের বাড়ি খুলনা ।
কিন্তুু আমরা ঢাকায় থাকি,,,,, আমার বাবা মা দুজন ই একটা কারখানায় কাজ করে,,,,,, ছোট ভাইটা দোকানে থাকে,,, কাজ শিখে,,,,, আর আমি Inter 1st year এ পড়ি।,,,,,,,,,,, আমার নাম শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আমি হিন্দু সম্প্রদায়ের মেয়ে,,,,,,,,,, বাবা মা কষ্ট করেই ঢাকা শহর টিকে আছে,,,, আমি ও চেষ্টা করি বাবা মা কে সাহায্য করার,,, টিউশনি করে,,,।
,,,,,,,,, মোটামুটি ৩/৪ হাজার টাকা পাই টিউশনি করে,,, এতে আমার পড়ার খরচ ও হয়ে যায়, আর বাবা কে ও কিছু দিতে পারি,,,,,,,, বাবা মা তো কাজে চলে যায় তাই বেশির ভাগ রান্না টা আমাকেই করতে হয়,,,,অবশ্য আমার রান্না করতে ভালোই লাগে,,, বাবা মা শুধু কাজ করে,,, ধরতে গেলে সংসার টা আমিই পরিচালনা করি,,, কারন আমার বাবা মা দুজন ই অনেক সহজ সরল মানুষ,,,,,,,,,,,,,,
সকালে রান্না করে খেয়েদেয়ে কলেজে চলে যেতাম। আমি হিন্দু হলেও কলেজে বোরকা পরে যেতাম ,,, আমার ভালো লাগতো তাই,,,, ,,, ,,, বেশ কয়েকদিন ধরে দেখছি,, খুব সুন্দর দেখতে একটা ছেলে বাইকে করে ছোটো একটা মেয়েকে স্কুল থেকে নিয়ে যায়,,,,, আমার সামনে দিয়ে যায় তাই বেপার টা আমার চোখে পড়তো,,,,,,, মাঝে মাঝে ছেলেটা আমার দিকে তাকাতো,,,,,,,,,,,,
বিকালবেলা আমি আমার বাসার একটু দূরে টিউশন পড়াতে যেতাম,,, তো আমি যেই বাড়িতে পড়াতাম ও-ই বাড়ির সামনে দেখি ও-ই বাইকের ছেলেটা,,,, আমাকে দেখে চিনতে পারে,,,, এবং সাথে সাথে আমাকে বলে ওই,,,,, তুমি কলেজের সেই মেয়েটা না,, আমি ইশারায় মাথা নাড়ালাম,,, এবং সাথে সাথে বাসার ভিতরে ঢুকে পড়লাম,,, পরে আমার Student এর থেকে জানতে পারলাম ছেলেটির নাম সাইফ,,,,,,,,,,
ছেলেটির মা ৩ তলায় থাকে,, এখানে বেড়াতে এসেছে সে।তারপর দিন কলেজ থেকে আসার সময় সাইফ আমার পথ আটকালো আমার বাসা কই নাম কি এসব জিজ্ঞেস করছিল,, আমার ফোন নাম্বার চাইলো আমি দেইনি বাসায় চলে আসছি,,, বাসায় ফিরে যখন পড়াতে গেলাম গিয়ে দেখি বাসার নিচে দারিয়ে আছে সাইফ,,,,,,,,,
কথা বলতে চাচ্ছে কিন্তুু আমি এরিয়ে বাসায় চলে আসতাম,,,প্রতিদিন আমার কলেজের সামনে দারিয়ে থাকতো ,, পড়াতে গেলেও দেখতাম বাড়ির নিচে দাড়িয়ে থাকতো,,,,, একদিন কলেজে গিয়ে দেখি সাইফ আমার বন্ধু বান্ধবদের চকলেট খাওয়াচ্ছে,,,, সবার সামনেই আমাকে ওইদিন প্রোপজ করে সাইফ,,,, আমার মনে মনে সাইফকে ভালো লাগতো কিন্তুু ভালো লাগলে ই বা কি আমি হিন্দু আর সাইফ তো মুসলিম,,, এই সম্পর্ক কখনোই সম্ভব না,,,, তাই আমি সাথে সাথেই না করে দিছি।
কিন্তুু সাইফ নাছোরবান্দা কিছুতেই মানছে না। আমার বান্ধবীর থেকে আমার ফোন নম্বর নিয়ে আমাকে রোজ কল দিতো,,, অনেক বলার পর আমি বল্লাম আমরা বন্ধু হয়ে থাকি,, রিলেশনের দরকার নেই,,,, সাইফ ও রাজি হয়ে গেলো বন্ধুত্ব করার জন্য,,, আমরা এখন রোজ রাতে ফোনে কথা বলি আমার সাইফ কে খুব ভালো লাগতো,,,, সাইফ গ্রামের বাড়িতে থাকতো মাঝে মাঝে তার মায়ের কাছে আসতো,,, তখন আমার সাথে দেখা করতো,,, আমরা হাতিরঝিল ঘুরতে যেতাম, দইফুচকা খেতাম একসাথে হাঁটতাম খুব ভালোই সময় কাটতো আমাদের,,,,,,আমি হিন্দু হলেও ইসলামের অনেক কিছু জানতাম কালিমা ও জানতাম,,,,, ,,,, বোরকা পরতাম বলে সাইফ আমাকে একটু বেশিই পছন্দ করতো,,, আমি সাইফ কে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলাম কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি কারন হিন্দু মুসলিম সম্পর্ক কেউ মেনে নিবে না,,,,,,,,,,,,
আমি বুঝতাম সাইফ ও আমাকে খুব ভালোবাসে,,,, কিন্তুু কিছুই করার নেই আমার,,, আমি সব কথাই আমার মা কে বলতাম,,, সাইফের কথা ও মা জানতো,,,, মা অনেকবার সাইফকে দেখেছে ও,,, মা সাইফকে খুব পছন্দ ও করতো,,,,, শুধু আমার বন্ধু হিসেবে,,,,, আমি দু একবার সাইফের আম্মুর সাথে ও দেখা করেছি,,, ঈদে সাইফের আম্মু কে আর বোন কে মেহেদী ও পরিয়ে দিয়েছিলাম,,,,,, ,,,,,, তাই মোটামুটি সবাই আমাকে চিনতো,,,, ,
তো সাইফ গ্রামে ছিলো অনেকদিন,,, হঠাৎ আমাকে ফোন দিয়ে বল্লো হাতিরঝিল আসো দেখা করবো,,,,, তারাতাড়ি আসো,,,,,,, গরম এর দিন তাই আমার মায়ের পুরোনো একটা পাতলা জামা পরেছিলাম বাসায় তার ওপরেই শুধু বোরকা পরে বেরিয়ে গেলাম হাতে ৫০ টা টাকা নিয়েছিলাম কারন সাইফ বলছিল ১০ মিনিট দেখা করে চলে যাবে তাই শুধু রিকশা ভারাটা নিয়ে আসছিলাম,,,,,, হাতিরঝিল পৌছানোর পর আমাকে বল্লো রিকশা থেকে নামো আমরা কোথাও একটু বসবো বলে রিকশা ভারা দিয়ে রিকশা ওয়ালা কে চলে যেতে বল্লো,,,,,
আর আমাকে বল্লো গাড়িতে ওঠো,,,, সাইফ সবসময় বাইক নিয়ে আসতো আজ হঠাৎ প্রাইভেট কার নিয়ে আসলো, আমি জিজ্ঞেস করায় বল্লো আমার ২ টা বন্ধু এসেছে তারা ঢাকা শহর ঘুরবে তাই গাড়ি নিয়ে আসছি,,, চলো গাড়িতে ওঠো একটা রেস্টুরেন্টে বসে কিছু খাবো একটু কথা বল্লবো পরে তোমাকে বাসায় দিয়ে আসবো,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, আমি সাইফের কথা শুনে গাড়িতে ওঠে বসলাম,,, কথা বলছিলাম সাইফের সাথে,,, হঠাৎ খেয়াল করলাম এ-ই রাস্তা তো চিনি না,,, সাইফকে জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছো,,, সে আমাকে বল্লো চুপচাপ বসো আমি তোমাকে আমার গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছি,,,,,,,, আমি বল্লাম কেনো,, সে আমাকে কোনো জবাব দিলো না ,,,,,
আমি চিৎকার দেয়ার আগেই আমার গলায় ছুড়ি ধরলো সে,,,,, আমি ভয়ে চুপ করে রইলাম,, আমি তো ভাবছিলাম সাইফ হয়তো আমাকে রেফ করে মেরে ফেলবে,, আমি কাঁদছিলাম খুব কিন্তুু আমার গলায় তো ছুড়ি,,, চিৎকার করা যাবে না,, আমার ফোন টা ও নিয়ে নিছে,,,, চুপচাপ বসে রইলাম আর মা বাবা কে খুব মনে করতে লাগলাম,,,,, এসব ভাবতে ভাবতে সন্ধা হয়ে আসলো এতোক্ষণে সাইফের গ্রামের বাড়িতে পৌঁছে গিয়েছি,,,,, গাড়ি থেকে নামিয়ে আমাকে বাড়ির ভিতর নিয়ে গেলো,,
সেটা নাকি সাইফের আন্টির বাড়ি,,,, কাকে কাকে যেন কল দিলো,,, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম খুব কান্না করছিলাম আর বলছিল আমাকে আমার বাসায় যেতে দাও আমি ছাড়া আমার বাবা মার আর করে নেই বলতে বলতেই দেখি অনেক গুলো মহিলা আসলো ,, সাইফ সবাইকে বল্লো এ-ই যে পূজা আমি ওকে বিয়ে করব,, তোমরা বিয়ের ব্যাবস্থা করো,, কথা টা শুনে আমি থমকে গেলাম,,, তার মানে আমার ধারনা ভুল,৷ সে আমার কোনো ক্ষতি করার জন্য আমাকে তুলে আনেনি,,,
আমাকে বিয়ে করবে বলে তুলে এনেছে,,,,,,,সে আমাকে এতটাই ভালোবাসে। , ,, সাইফের বাড়ির সবাই আমাকে বল্লো মা তুমি কি বিয়েতে রাজি,,,, নাকি তোমাকে জোর করে এনেছে সাইফ,,, আমাদের বলো , তোমার মতামত না থাকলে আমরা তোমাদের বিয়ে দিবো না তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিবো,,,,, আমি চুপ করেছিলাম,, সাইফ আমাকে তুলে এনেছে জেনে সাইফের বড় ভাই সাইফকে খুব মারছিল,,, আমি তার বড় ভাইকে আটকালাম এবং বল্লাম আপনারা বিয়ের ব্যাবস্থা করুন আমি বিয়েতে রাজি,,, সাইফের আন্টি আমাকে বোরকা খুলতে বল্লো কিন্তু আমি যে পুরনো জামা পরেছি,, লজ্জায় আমি বোরকা খুলছি না,,,,
বেপার টা আন্টি বুজতে পেরে ওনার নতুন জামা দিলো আমাকে,, আমি জামা পরে গেলাম সবার সামনে,, এখন হিন্দু মুসলিম বিয়ে কোন নিয়মে হবে??? আমি ইসলাম আগে থেকেই বিশ্বাস করতাম,,,,, আর আমি দেরি না করে বল্লাম আমি মুসলিম হবো। সাইফের নানা ভাই ছিলো মাওলানা,,, ওনিই আমাকে কালিমা পড়িয়ে মুসলিম বানালো,,,, আমার নাম পূজা থেকে হয়ে গেলো জান্নাত। এখন বিয়ে করার পালা,,,, তার বাড়ির লোক বল্লো মেয়েকে ঠকিয়ে লাভ নেই ১০ লাখ টাকা কাবিন দিয়ে আমাদের বিয়ে হলো,,, আলহামদুলিল্লাহ বলে,,,,,,,,,
এলাকার সবাই আমাকে দেখতে এলো,, সবাই আমাকে দোয়া করলো,, নামাজ পড়তে বল্লো,, অনেক সালামি ও দিলো খুশি হয়ে,,,,,,,,বিয়ের পরদিন আমার বাবা মা সব জানতে পারলো,, তারা পুলিশ নিয়ে আমার শশুর বাড়িতে আসলো,, আমি বাবা মা কে দেখে খুব কান্না করছিলাম,, পুলিশ আমাকে জিজ্ঞেস করলো সাইফ কি তোমাকে তুলে এনে জোর করে বিয়ে করেছে,,,
আমি সত্যি টা বল্লে তো পুলিশ সাইফকে ধরে নিয়ে যাবে তাই আমি বল্লাম না,, আমি সাইফকে ভালোবাসি, আমি নিজের ইচ্ছে তে সাইফের সাথে পালিয়ে এসেছি, এবং তাকে বিয়ে করেছি,, আমি মুসলিম ও নিজের ইচ্ছেতেই হয়েছি,,, সব শুনে পুলিশ চলে গেলো আমাদের দোয়া করে,,,, আমার বাবা মা তো সত্যি টা জানতো যে আমাকে তুলে আনা হয়েছে।
আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তারা কিন্তু আমাকে যেতে দেয়নি সাইফ,,,,, আমার বাবা মা ঢাকা চলে যায়,, আর আমি সংসার করতে থাকি, সাইফের বাড়ির সবাই আমাকে খুব আদোর করতো খুব ভালোবাসতো,, বিশেষ করে সাইফের নানা ভাই আমাকে বিষন আদর করতো,, বয়স্ক মানুষ পকেটে করে আমার জন্য পিঠা আলুর চপ,,, পিঁয়াজি ইত্যাদি নিয়ে আসতো,,,
আমাকে খুব আদর করতো,,, সাইফের আম্মু , আন্টি মামা মামি ফুপু সবাই খুব ভালোবাসতো,, আমাকে নামাজ শিখানোর জন্য একটা শিক্ষক রেখে দিলো,,,, আস্তে আস্তে আমি নামাজ পড়তে শিখে গেছি,,, এখন আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি,,,,,,,,,,,,,,, বিয়ের ১ বছর চলে যায় কিন্তুু আমার বাবা মা আমাদের মেনে নেয়নি,,,,,,,, মাঝে মাঝে আমি ফোন দিয়ে মায়ের সাথে কথা বলতাম কিন্তুু বাবা আমার সাথে কথা বলতো না,,, বিয়ের ২ বছর পর আমাদের একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়,,,,
নাতনির মুখ দেখে আর অভিমান করে থাকতে পারেনি আর আমি বাবা মায়ের একমাত্র মেয়ে তাই আমাকে ছাড়া আর কত দিন থাকবে,,, আর আমি সুখে আছি বলে বাবা মা আমাদের মেনে নিছে,,,,,,,,,,,।
এখন আমি আর সাইফ মাঝে মাঝে বাবা মার সাথে দেখা করতে যাই,,,,,, আমি খুব সুখে আছি,,,, আর আমার বাবা মা ও মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমার আল্লাহর প্রতি বিশ্বাস দেখে,,,,,, আসলে সত্যি কারের ভালোবাসা থাকলে কেউ আটকাতে পারে না ভালোবাসার জয় ঠিকই হয়,,,,,,,,
হিন্দু মুসলিম কোনো বাধা হয়ে আমাদের আলাদা করতে পারেনি,, শুরু টা কষ্টের হলেও শেষ টা সুন্দর ,,,,, ভালোবাসা এমন একটা জিনিস যা কোনো বাধা মানে না,,, হিন্দু মুসলিম এক হলো শেষ পর্যন্ত,,,,,,
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Good iob
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit