#মায়াবিনী;
মায়াবিনী,তুমি যে মনি,বেধেছো মোরে প্রেমের ডোরে,
তোমার কথা ভাবি দিবানিশি,ভেবে অতি আপন করে।
তোমার কথা ভেবে ভেবে, মোর নয়ন হয় নিশীতে বুদ,
স্বপ্নে এসে ছোঁয়া দাও তুমি,এ কেমন মধুময় প্রতিশোধ।
তোমার হরিণি,চোখের চাহনি, সদা কাছে টানে আমায়,
আমায় ভালোবেসেও মিছামিছি, কেন মেতেছ ছলনায়।
কেন বুঝোনা প্রিয়, তুমি যে মোর মনের মুক্তা, মণি
সহস্র হীরাতে,পারবেনা নিতে, আমা থেকে কেউ কিনি।
আমি আকুল, তব ভাবনায় ব্যাকুল,এতোই ভালোবাসি,
তুমি আকাশের চাঁদ যেন তাই, আমি দেখি বসি বসি।
তুমি হাসলে, তোমার গালের টোলে, আহ্ কি যে মায়া
মেঘ বরণ লম্বা কেশ যেন তোমার, বট বৃক্ষের ছায়া।
তোমার মুখের তিলটা মোর মনে, তাঁরার মত জ্বলে,
একটি নিমিষে,পারিনা যে তোমায়,আমি থাকতে ভূলে।
তুমি স্বপ্ন তুমি আশা,তুমি যে মোর চলার দিশা,
ভালোবেসেও কেন ছলনা, কেন করো এত তামাশা।
শয়নে স্বপ্নে,তুমি যে আমার হৃদয় এ ভালোবাসার রাণী
একবার দেখলে সব ভূলে,তোমায় শুধু ওগো চিনি।
কেন বুঝোনা বঙ্গ ললনা, তোমায় ভাবি আমার সব
তুমি ছাড়া আমি দিশেহারা,মিছে হবে সব উৎসব।
তোমার ঠোঁটের মুচকি হাসিতে,আমি যে পাগল পারা,
সব সৌন্দর্য বিমলিন হবে আমার, তোমাকে ছাড়া।
তোমার রূপে বিমোহিত মন, তাই তো ভাবি সারাক্ষণ
ভালোবেসে, কাছে এসে,সুখে ভরিয়ে দাও মোর জীবন।
গোধূলি লগ্নে পাশাপাশি বসে, হাতে রেখে হাত
রবির লাভায় আলোকিত হবো, মিটবে মনের স্বাধ।
প্রিয় তুমি প্রিয়া হয়ে কবে বল আমায় ভালোবাসবে,
মনের সুখে মোর হাতটি ধরে, মেঠো পথে, পথে,হাটবে?
একবার বলো ভালোবাসি, তোমায় শুধু একটি বার,
অজস্র বার বলবো তোমাকে,কিছুই চাইবো না আর।
তুমি হবে মোর জীবন সঙ্গীনি রাঙ্গাবে মোর জীবন,
চলার সুখে দুঃখে হাতটি ধরে রবে তুমি সারাক্ষণ?
আমি শহীদুল্লাহ্ কায়সার বাংলাদেশ থেকে।
লেখালেখিতে তেমন দক্ষ না অনেকটা শখের বসে লিখি।আমার জন্য দোয়া করবেন যেন ভালো মানুষ হতে পারি।