অনুমিতার ভালবাসা (পার্ট ৪)

in lovestory •  6 years ago  (edited)

 অনুমিতার ভালবাসা (পার্ট ৪)

  (পার্ট ১) (পার্ট ২)  এবং (পার্ট ৩)  এর পর যা ঘটল ......  

  অনু এবং সাকিবের ভালবাসার বাকি অংশ নিয়া হাজির হলাম ।  

image source

অনু এবং সাকিবের ভালবাসা অনেক গভীর হইয়া উঠেছিল । এর পর ২ জন ২ বিশ্ববিদ্যালয় ভর্তি হয় । ক্লাস ও শুরু হইয়া যাই । ক্লাস করার অনু ঢাকা চলে যাই এবং সাকিব খুলনা যাই । ২ জনের নতুন পরিবেশ । আর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ একটু খোলামেলা । এই পরিবেশে খাপ খাওয়াতে ২ জনের একটু কষ্ট হইয়া যাবে । আর নতুন নতুন বিশ্ববিদ্যালয় গেলে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই এবং বোনেদের একটু হত্তাচার একটু সহ্য করতে হয় । এমনটাই ঘতেছিল অনুর ক্ষেত্রে । অনু একটি সুন্দরি মেয়ে ছিল । যে দেখত সেই প্রেমে পড়েযেত । একদিন হটাত বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের এক বড় ভাই  অনুকে ডাকল । এবং জানতে চাইল কি নাম , কোন বিষয়ে পড়তেছেন । কোন হল এ থাকেন । সব কিছু জেনে নিল । ঐ ছেলের নাম ছিল রুমন । বেশ একটু ছেঁচড়া টাইপের । রুমন অনুর জন্য মহিলা হোস্টেল এর সামনে ঘুরাগুরি করতো । হোস্টেল এর সামনে দাড়াই থাকত অনু কখন বের হবে ।অনু হাল্কা বুঝতে পারছিল যে রুমন তার দাড়াই থাকে । অনুর সাথে কথা বলার জন্য রুমন সারাদিন ঘুর ঘুর করত । কিন্তু রুমন ছিল বড় ভাই । এই জন্য অনু সরাসরি কিছু বলত না। বেশ জামেলাই পড়েছিল । বিশ্ববিদ্যালয় নতুন আসার পর পর এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । অনু খুব বিরক্ত বোধ করতো । এই সমস্যা হচ্ছে অনু সাকিব কে কখনও বলত না । আবার রুমন তার সব ক্লাসের সবাইকে জানাইছিল যে রুমন অনুকে পছন্দ করে । এই কারনে অনু সব বড় আপুদের নজরে চলে আসলো । একদিন হটাত রুমন অনুকে একটি লাল গোলাপ দিয়া প্রপোজ করে বসলো । অনু অবাক হইয়া গেল । তার খুব ভয় করছিল । এখন অনু কি করবে কিছু বুজতেছিল না। তার পরও অনু বলল ভাইয়া আপনি ভুল করতেছেন আমি বিবাহিত । এইটা আপনার ভুল হচ্ছে । দইয়া করে আমাকে ক্ষমা করে দিন । এই কথা শুনে রুমন খুব কষ্ট পেল । অনেক রাগ হল রুমনের । প্রাই ১ মাস ধরে অনুর পিছনে সময় দিচ্ছে রুমন তাও কিছু জানতে পারেনি রুমন। সত্যি কি অনু বিবাহিত এই কথা সত্য কিনা জানার জন্য রুমন তার ক্লাসের মেয়েদের কে জনাল । 

image source

সব দিক দিয়া অনু খুব সমস্যার ভিতরে পড়ে গেল । এই কথা শুনার পরও রুমন থামলনা। অনু নতুন আসেছে । তেমন কেউ পরিচিত ছিল না । আর হোস্টেলের বড় আপুরাও খুব সমস্যা করতেছিল । এইভাবে যখন চলতে থাকল অনুর বিশ্ববিদ্যালয়ের জীবন । ( চলতে থাকল)  .........এর পরের পার্টে থাকবে বাকি অংশ .........

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

wow sotti oshadharon legeche pore....sob teke best ai kahinita....khub vlo laglo...onumitar ai khahinita khub sundor hoiche....onk sundor o onk gucia kotha likhan jegula pore onk vlo laglo khubi sundor hoiche....asa kori ar porer kahinita aro onk sundor hobe....

dhonnobad

khub bhalo hoiche onumitar khahiniti.sob teke aitai vlo hoiche..onk chomotar legeche pore..r agar kahinitao mutamuti vlo hoiche..tobe sob teke best aita..proborti ta aro bhalo korbn

অনুমিতা...!!!তোমার ভালবাসার কাহিনী পড়ে আমি মুগ্ধ..!!আসাধারণ... সত্যি অনেক সুন্দর কাহিনীটা...পড়ে খুব ভাললেগেছে
..চৎমকার হইয়েছে...আনেক সুন্দর ও গিছুয়ে লিখেছেন...

You got a 4.00% upvote from @oceanwhale With 35+ Bonus Upvotes courtesy of @dreamworld346! Earn 100% earning payout by delegating SP to @oceanwhale. Visit www.OceanWhaleBot.com for details!

the pix are wonderful

AMAZING

thank you

You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!

Awesome

woooww... amazing

thank you so much

Nice pictures

Congratulations @chuadanga!
Your post was mentioned in the Steemit Hit Parade in the following category:

  • Pending payout - Ranked 10 with $ 119,3

ı cant understand this language but the pictures look lovely ,thanks for share

thank you so much