LITE COIN PRICE WILL BE MORE THAN $670 || লাইট কয়েনের মূল্য হতে পারে ৬৭০ ডলারেরও বেশি।

in ltc •  6 years ago 

Palash Ahmed.png
SOURCE IMG

লাইট কয়েনের মূল্য ৬৭০ ডলারের ও বেশি হবে বলে অনেক ইনভেস্টর ধারনা করছেন। তাই অনেক বিনিয়োগ কারী লাইটকয়েন নিজেদের ওয়াল্লেটে হোল্ড করে রাখছেন।

বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লাইটকয়েন বৃহত্তম স্থান দখল করে আছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কারিদের পাশাপাশি ক্রিপ্টোকারিন্সি ফান্ডগুলিও লাইটকয়েন বিনিয়োগ করে আসছে। এই কারনেই লাইটকয়েনের লেনদেন দিন দিন বাড়ছে।

আপনি যদি লাইটকয়েন বিনিয়োগ করতে চান তবে লাইটকয়েনের মূল্য প্রর্বাভাস অনুযায়ী ২০১৮তে কিছু লাভ করতে সক্ষম হবেন। তবে সকল ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করারপূর্বে আপনি একটু এনালায়ছিস করে নিবেন। নিম্নে আমি আমার অভিজ্ঞতা থেকে লাইটকয়েনের প্রাইজ কেমন হতে পারে ২০১৮তে তা আপনাদের সাথে শেয়ার করলাম। এই আর্টিকেল আপনার ইনভেস্টের ঝুঁকি কমাতে সাহায্য করবে।

LTC FUTURE PRICE.jpg

বর্তমানে লাইটকয়েনের মূল্য 80.35 মার্কিন ডলার। আপনি যদি আজকে ২০০ মার্কিন ডলার মূল্যের লাইটকয়েন ক্রয় করেন তাহলে ২.৪৯ লাইটকয়েন পাবেন। যদি আপনি ৫ বছর ২.৪৯ লাইটকয়েন ধরে রাখেন তবে আপনি ২০২৩ সালে মিনিমাম ১২০০ মার্কিন ডলার আশা করতে পারেন। নিম্নে লাইটকয়েনের কিছু FAQ দেওয়া হল……

১) লাইটকয়েনের সর্বোচ্চ মূল্য কত ছিল?
লাইটকয়েনের সর্বোচ্চ মূল্য ১৯ ডিসেম্বর ২০১৭ তারিখে ০৭:৩৭:০১ এ ৩৬৬ মার্কিন ডলার ছিল। বর্তমানে ৭৮ মার্কিন ডলার। সাথমাসে এটির মূল্য ৭৮.৪৭% হ্রাস পেয়েছে।

২) লাইটকয়েনের sorrbnimn মূল্য কত ছিল?
জানুয়ারি ১৪, ২০১৫ ০৭.৪৭.০১ pm তে লাইটকয়েনের সর্বনিম্ন মূল্যছিল ৳১.২০ মার্কিন ডলার যা চার বছরে ৬৫৬৮.৩৩% বৃদ্ধি পেয়েছে।

৩) এইবছর লাইটকয়েনের মূল্য কত হতে পারে?
এই বছরে ১ লাইটকয়েনের মূল্য ৬৭০ মার্কিন ডলার হতে পারে। যা বর্ত্মান লাইটকয়েনের দাম থেকে 9x প্রফিট।

৪) লাইটকয়েন লাভজনক বিনিয়োগ কি না?
আপনি যদি দির্ঘ সময় আশা করেন তা হলে লাইটকয়েন একটি লাভজন ইনভেস্ট হবে বলে ধারনা করা যায় ।

আশা করি আপনাদের মতামত জানাবেন।

ধন্যবাদ
ঈশান রয়

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!