Dupurer khabar

in lunch •  7 years ago 

অনেক দিন পর কুমিল্লা তে পা রেখেই ছোট ভাই একটা কে সাথে নিয়ে সন্ধায়ে চলে গেলাম ইউরো কিং এ। এয ইউজুয়াল বিফ খিচুড়ি অর্ডার করলাম । ১০ মিনিট পরেই চলে আসল খিচুড়ি , আর পাশের টেবিলে চাশমিস রমনী ( ক্রাশ ফ্যাক্ট)......। ।
আহ গরম গরম ধোঁয়া উঠা খিচুড়ি… পরিমিত মাংসে আর সাথে আছে ডিম,আর জলপাইয়ের আচার টা উফফ। সব মিলিয়ে খিচুড়ি সাধে অতুলনীয়

image

সাধে কমতি নেই। আজকে তেলের পরিমান বেশি ছিলঃ( তবে মাংসের পিসগুলা সলিড ছিল ।

-রেটিং
আইটেমঃ বিফ ভুনা খিচুড়ি
টেস্ট : ০৮/১০
দাম: ১৮০
সার্ভিস: ০৮/১০
প্লেস: ইউরো কিং, সাত্তারখান কমপ্লেক্স ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!