Lunch at bela bite

in lunch •  7 years ago 

Resturant: Bela Bite shamoly square food court
শ্যামলী স্কয়ার এ অফার এর ছড়াছড়ি। সব ই ট্রাই করা হয়েছে কিন্তু রিভিউ দেয়ার মত ভালো লাগে নি আগে কোন টাই। এই প্রথম অফার এর খাবার ভালো লাগল। গ্রুপে রিভিউ দেখেই গিয়েছিলাম।
আসি খাবার এর কথায়। ১০ টা আলাদা আইটেম আসল আইটেম ৮ টা বলাই ভালো যদি সস আর সালাদ কে বাদ দেই। ফ্রাইড চিকেন আর বিবিকিউ চিকেন টা হল মাংসের আইটেম। এই দুইটার স্বাদ ভালো ছিল আমি মিট লাভার তাই আমার আর কোন অভিযোগ নেই। কিন্তু পুরো সমালোচনা করলে বলব নুডুলস টা একটু স্পাইস কম। কিন্তু আমার কিছু যায় আসে নি।

image

১। ফ্রাইড রাইস
২। বিবিকিউ চিকেন ( অনেক মজা)
৩। ফ্রাইড চিকেন ( ভালো ছিল)
৪। ভেজিটেবল
৫। থাই সুপ
৬। পাস্তা
৭। নুডুলস ( স্পাইস কম)
৮। সালাদ
৯। সস
১০। আইসক্রিম
আমি খাবার টাকে ৮ দেব ১০ এ।
দাম:১৯৯ টাকা এই প্রাইস দিয়ে এই খাবার দিচ্ছে এর থেকে বেশি আর কিছু বলার নাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

happy lunch😍👌

This comment has received a 0.58 % upvote from @booster thanks to: @prince60.