Magic Bitcoin থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন

in magicbitcoin •  7 years ago 

Magic Bitcoin,Pluto এর মতো আরেকটি app সবাই জয়েন করেন আর আনলিমিটেট টাকা ইনকাম করেন

MB (Magic Bitcoin)

এটা বিটকয়েনের মত একটা ক্রিপ্টোকারেন্সি। যার বর্তমান মূল্য ভারতীয় ১২.৫০ রুপি।

মাত্র অল্প কয়েকদিনেই ১২.৫০ রুপি হয়ে গেছে। কোম্পানির টার্গেট, দু’এক বছরের মধ্যে এটার মূল্য ১০০০+ রুপিতে পৌঁছানো। এই কয়েনে এখন দারুণ অফার চলছে। রিজিস্ট্রেশন করলেই দেওয়া হবে ১ MB (Magic Bitcoin) এবং ১ Bitcoin যা পরবর্তীতে তাদের শর্তানিযায়ী কাজ করলে দিয়ে দেওয়া হবে। আর এক বিটকয়েনের দাম আপনারা অবশ্যই জানেন ৩ লাখ টাকার উপরে। এছাড়া এবং প্রত্যেক রেফার থেকে পাবেন ১ MB (Magic Bitcoin) করে। এখন যদি আপনি ১০০ রেফার করতে পারেন, তাহলে পাবেন ১০০ Magic Bitcoin যার বর্তমান মূল্য ১২৫০ রুপি। একবছর রেখে দিলে ১২৫০০ হাজারেরও বেশি মূল্য হয়ে য়াবে। এখানে আছে ৭ লেভেল পর্যন্ত রেফার বোনাস। ২০০ রেফার করতে পারলে কোম্পানি আরো ১০০ কয়েন বোনাস দেবে। দশ হাজার রেফার করতে পারলে দশ হাজার কয়েনের পাশাপাশি ২৫ হাজার রুপির সমমূল্যের মোবাইল সেট দেওয়া হবে।বিশ হাজার রেফার করতে পারলে ইন্ডিয়াতে ৪দিনের ভ্রমণ-ভিসা সহ আরো অনেক গিফ্টের ব্যবস্থা রয়েছে আগামী ২ অক্টোবর থেকে এই কয়েন দিয়ে মোবাইল-রিচার্জ নিতে পারবেন।

এছাড়া কিছুদিন পর আয়ের পরিধি বাড়ানোর জন্য Champcash এর মত আরো অনেক কাজ দেবে।

এত অফার কেউ কি মিস করে?! তাই বলবো, এখনি একাউন্ট করে জয়েনিং বাড়াতে থাকুন আর ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখুন।
যেভাবে একাউন্ট করবেন

প্রথমে প্লে স্টোর থেকে Magic Bitcoin নামের এপটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিঙ্ক

https://play.google.com/store/apps/details?id=com.Magic.app.Magic_Bitcoin
ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন।তারপর সাইন আপ এ ক্লিক করুন।তারপর যে পেজটা আসবে, তাতে নিম্নোক্ত তথ্যগুলো দিন-
১.Sponsor ID: MB0389888

২.Sponsor name: (রেফার আইডি দিলে এটা অটো ফিলাপ হয়ে যাবে,)

৩.Country : Bangladesh সিলেক্ট করুন।

৪.ফোন নাম্বার 0 বাদ দিয়ে দিবেন
তারপর বাকি গুলো পুরণ করে রেজিস্টার এ ক্লিক করুন।

৫. একটি OTP code চাইবে। যেই কোডটা আপনার ইমেইলের ইনবক্সে চলে যাবে। ইনবক্সে না পেলে Spam ফোল্ডার চেক করুন।

৬. এবার OTP code টি নিয়ে এসে Magic Bitcoin এ বসিয়ে দিলেই Sign up সম্পন্ন হয়ে যাবে।
আর আপনি পেয়ে যাবেন ১ Magic Bitcoin সম্পূর্ণ ফ্রী।এভাবে ৭ লেভেল পর্যন্ত প্রতি রেফারে ১ম্যাজিক বিটকয়েন ফ্রি মানে ১২.৫০ টাকা পাবেন। তাছাড়া অল্প কয়েকদিনের ভিতরেই আরো কিছু কাজও আসবে, যার দ্বারা এখানে ভালো একটা ইনকামের সুযোগ হবে।
যেভাবে রেফার বাড়াবেন:-

১. আমার এই টিউনটা হবহু কপি করে রেফার কোডের জায়গায় আমার কোড কেটে দিয়ে আপনার রেফার কোড বসিয়ে দিবেন। এরপর বিভিন্ন স্যোশাল মিডিয়া যেমন ফেইসবুক, টুইটার, ম্যাসেঞ্জার ও ইমুতে শেয়ার করে দিবেন।

২. আপনার ভাই-বোন বা অন্যান্য আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের মোবাইলে আপনার রেফার কোড দিয়ে নিজ হাতে Sign up করে দিবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
http://newtipsbd.com/online-earning/970