একটা গল্প.........।
😍😍😍
এক রাজা স্বপ্নে দেখল যে, একটা গাছে ৯ টা পাখি ধীরে ধীরে সব গুলো পাখি চলে গেল আর কখনও ফিরল না সে অধির অপেক্ষায় বসে রইল কিন্তু তারা.....................
পরদিন সকালে সে তার রাজ্যের ১ম পণ্ডিতকে ডাকলেন এবং সব খুলে বললেন এবং বললেন এর মানে কি?
পণ্ডিত খুব ভেবে বললেন আপনার সামনে আপনার পরিবারের সবার মৃত্যু হবে😥।১
রাজা উত্তর শুনে খুশি নয়😡।
তাই তিনি আর ২য় পণ্ডিত কে ডাকলেন এবং সব বললেন আর তিনি উত্তর দিলেন আপনি দীর্ঘজীবী হবেন😍।২
রাজা শুনে খুশি হলেন 😊।
এতে রাজা ২য় জনকে উপহার দিলেন এবং ১ম জনকে কারা রুদ্ধ করলেন।
কোন একজন ভিক্ষুক, সে অন্ধ, তাই কেউ তাকে লিখে দিল যে,
" আমি অন্ধ আমাকে সাহায্য করুন।" ১
একই কথা আর একজন একটু ভিন্ন ভাবে বলল ---
" আজকের দিনটা অনেক সুন্দর কিন্তু আমার কি দুর্ভাগ্য আমি দেখতে পারছি না।" ২
দুটোর মানে এক, কিন্তু ১ম টির থেকে ২য় টি মানুষকে আকর্ষণ বেশি করে।
সারমর্ম ঃ
একই কথা ভিন্নভাবে বলার চেষ্টা করতে হবে এবং সেটা হতে হবে পজেটিভ। কেননা কেউ একটা কথা বলে পরুস্ক্রিত হচ্ছে আবার কেউবা লাঞ্ছিত। তাই যে যার দিক থেকে একটু ভিন্ন ভাবে বলি একবার না পারলে আবার চেষ্টা করি।
ধন্যবাদ।
#RHE7