ঔষধি গাছ হাতিশুড় এর ভেষজ গুণাবলি

in medicinal •  6 years ago  (edited)

ঔষধি গাছ হাতিশুড় এর ভেষজ গুণাবলি :

লম্বা হয়ে হাতির শুরের মত একদম উপরের দিকে আবার পেঁচিয়ে থাকে।

_ গাছটির নাম হাতিশুঁড়, হস্তিশুন্ডি হাতিশুঁড়ো, Hatishuro
_ ভেষজ নাম : Heliotropium indicum Linn..
_ ফ্যামিলি:- Boraginaceae

আমাদের গ্রাম বাংলায় এর দেখা মেলে যত্র তত্র। ঔষধি গুনের দিক দিয়ে এর রয়েছে চমৎকার ক্ষমতা।

  • বিষাক্ত পোকার কামড়ে- জ্বালা করে কোন কোন ক্ষেত্রে ফুলেও যায়, সে সময় এই পাতার রস করে লাগালে ওটা কমে যায়।
  • এক্জিমায়- এই পাতার রস লাগালে কমে যায়।
  • If the fever is cold, then the juice of this leaf gets better easily.
  • টাইফয়েড জরে পিপাসা থাকে সঙ্গে মাথা ভার থাকে এই পাতার রস খেলে সহজে ভালো হয়ে যায়.
  • যাদের ব্রণের সমস্যা আছে তারা যদি এটা মুখে লাগায় তাহলে তারা ভালো উপকার পায়.

hatisur.jpg

I used smart phone to take pictures.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Really excellent post.my friend.mr-rudro

Thank You @moniroy

You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!