আমার জীবনের একটি স্মরণীয় দিন

in memorable •  6 years ago 

DSC01067.JPG
আজ আমি আপনাদের সবার সাথে আমার জীবনের একটি স্মরণীয় দিন শেয়ার করতে চাই । এটা ছিল আমার কিছু বন্ধু এবং আমার একজন প্রিয় শিক্ষকের সাথে একটি শিক্ষামূলক বনভোজন।
এটা ছিল 2014 সালের 5 সেপ্টেম্বর,আমিও আমার কয়েকজন বন্ধু এবং আমার প্রিয় শিক্ষক এর সাথে খুলনা বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ এবং মংলা সমুদ্র বন্দর ভ্রমণে গিয়েছিলাম।
যেদিন বনভোজনের তারিখটি ঠিক হয় সেদিন থেকেই আমরা অনেক উৎসাহের সাথে সে দিনটির জন্য অপেক্ষা করছিলাম। তাই 5 তারিখ সকাল 6 টার ট্রেনে আমরা সবাই রওনা দিই খুলনার উদ্দেশ্যে। এই ভ্রমণটি ছিল দীর্ঘ ১২ ঘন্টা ট্রেন ভ্রমণ। আমরা ট্রেনে বন্ধুরা মিলে এতটাই মজা তো ব্যস্ত ছিলাম যে এই 12 ঘন্টা কখন পার হয়ে গেছে আমরা টেরই পাইনি। আমি ও আমার বন্ধুরা মিলে ট্রেনের সকল যাত্রীদের মাতিয়ে রেখেছিলাম। মাঝে মাঝে সবাই মিলে একসাথে মিলিয়ে গান গাইতাম কখনো বা ক্যামেরাবন্দি করতাম সুন্দর সুন্দর কিছু মুহূর্ত।
এই ভাবেই কখন যে 12 টি ঘণ্টা পার হয়েছে আমরা বুঝতেই পারেনি। ও আরেকটি কথা আমাদের শিক্ষক তার কথা তো বলাই হয়নি তিনি ছিলেন খুবই একজন রসিক মানুষ তিনি গল্প গুজব পড়তে খুব ভালবাসতে।তিনি আমাদের শিক্ষক কম বন্ধু বেশি ছিলেন
যাই হোক দীর্ঘ বাড়ি ঘন্টা ভ্রমণের পর আমরা খুলনার একটি হোটেলে গিয়ে রাত্রি যাপনের জন্য উপস্থিত হয়।
পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়ি মংলা সমুদ্র বন্দর এর উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা অনেক আনন্দ করি এবং সেখান থেকে ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট এর দিকে রওনা দেই।
আমরা প্রায় সাড়ে বারোটার দিকে ষাট গম্বুজ মসজিদে গিয়ে পৌঁছায় এবং সেই দিনটি শুক্রবার থাকায় আমরা নামাজের জন্য রেডি হয়ে। শুক্রবারে জুম্মার নামাজ পড়ার পর আমরা এই স্থানটি এ ঘুরে ঘুরে দিক থাকে এবং সেই ষাট গম্বুজ মসজিদ থেকে দেখে বিস্মিত হই যে কিভাবে সম্ভব সেই যুগে প্রযুক্তির সাহায্য ছাড়া এত বড় এবং এতো সুন্দর একটি মসজিদ তৈরি করা।
আমরা সেখানে অনেক কোন অবস্থান করি এবং সেখানে গিয়ে কিছু কেনাকাটা করি লাইক আমাদের যার যা পছন্দ তা।
তারপর আমরা বিকাল পাঁচটা নাগাদ সেখান থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেই। আমরা আনুমানিক সাড়ে 6 টার দিকে আমরা হোটেলে গিয়ে পৌঁছায় এবং 9 টার দিকে রাতের খাবার শেষ করে ঘুমাতে যাই কারণ সকাল 6 টায় আবার আমাদের ট্রেন ধরতে হবে বাড়ি ফিরে যাওয়ার জন্য।
যথারীতি আমরা সকাল ছয়টার দিকে ট্রেনে করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই এবং সন্ধ্যা নাগাদ আমরা বাসায় পৌঁছে যায় আল্লাহর রহমতে আমরা ভালো ভাবেই পৌঁছেছিলাম ছিলাম বাসায়।
এই ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় একটি দিন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations @mrsuhad! You received a personal award!

Happy Birthday! - You are on the Steem blockchain for 1 year!

Click here to view your Board

Do not miss the last post from @steemitboard:

Carnival Challenge - Collect badge and win 5 STEEM

You can upvote this notification to help all Steem users. Learn how here!