"কক্সবাজারে পৌছে গেলাম"
গত পর্বের পর...
ঠিক সকাল সাড়ে ছয়টার দিকে আমাদের বাস পৌঁছালো কক্সবাজার। বাস ঠিক আমাদের হোটেলের সামনে নামিয়ে দিল। মানে একরকম যে, হোটেলের গেটের সামনেই বাস থামল এবং তার ঠিক সামনেই আমাদের হোটেল। ডলফিন মোড়।
গত বছরও এসেছিলাম বলে জায়গাটি আগে থেকেই চেনা। দেখে মনে হচ্ছে এক বছরের কোন কিছুই চেঞ্জ হয়নি। কিছু যেন ঠিক আগের মতই আছে। আগেই বলেছি আমরা পাচ ফ্যামিলি। বাসের হেলপার মামা আমাদের ব্যাগ নামাতে নাম আছে একরকম বিরক্ত হয়ে গেল 😅।
হোটেলের লবিতে ব্যাগগুলো রেখে, বাচ্চা ও মেয়েদেরকে সেখানে বসিয়ে আমরা ছেলেরা গেলাম হোটেলের দিকে সকালের নাস্তা কিনতে। নাস্তা কিনে নিয়ে আমরা আমাদের বুক দেওয়া রুমের দিকে চলে গেলাম সবাই মিলে। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিলাম। অনেক টা জার্নি করে যদিও একটু ক্লান্ত লাগছিলো, তবুও মনে হচ্ছিলো কখন যাবো সমুদ্রের কাছে।
ডিভাইস | স্যামসাং এস ২১ |
---|---|
ফটোগ্রাফার | @surzo |
লোকেশন | কক্সবাজার, বাংলাদেশ |
মনে হচ্ছিলো সমুদ্র আমাকে টানছে। তারপর ১ ঘন্টা মত রেস্ট করে, একটা ট্রাউজার আর টি-শার্ট পরে সবাই মিলে রওনা দিলাম সমুদ্রের দিকে। আমাদের হোটেল থেকে সমুদ্র মাত্র ৫ মিনিটের হাটা পথ।
চলবে...