ফুল কার না ভালো লাগে? মন খারাপের দিনে ফুলের চেয়ে ভালো সঙ্গি আর কি আছে...সবকিছু সৃষ্টির পিছনে মহান আল্লাহ তায়ালা কোন না কোন কারণ রাখেন। ফুল থেকে মধু পায় মৌমাছি,ফুল থেকেই তৈরী হয় নানান রকম মনকাড়ানো পারফিউম,আবার হরেকরকম ঔষধ ও তৈরী হয় এই ফুল থেকে। তবে আমার মনে হয় মনের রোগের সবচেয়ে উপকারী ঔষধ হলো ফুলের অপুর্ব নৈসর্গিক সৌন্দর্য। আমার প্রিয় শখ ও হচ্ছে বাগান করা।এতে করে আমার মন ও সতেজ আর উতফুল্ল থাকে সাথে আমি প্রকৃতিকে দিতে পারি ভারসাম্য রক্ষার উৎস। প্রিয়জনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করা যায় ফুলের মাধ্যমে।
ফুল
3 years ago by tasnova1 (29)
$0.02
- Past Payouts $0.02
- - Author $0.02
- - Curators $0.00