বাছাইপর্বে সেরা কে, মেসি-রোনালদো নাকি নেইমার?

in messi •  7 years ago 

ফুটবল বিশ্বে বর্তমানে সেরা তিন খেলোয়াড় হলেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। ক্লাব ফুটবলে এই তিনজনই এখন শীর্ষে। সদ্য শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে নিজ দলের টিকেট নিশ্চিত করতে শতভাগ উজাড় করে দিয়েছেন তারা।

সবার আগে বিশ্বকাপের টিকেট পেয়েছে ব্রাজিল। তবে মেসি-রোনালদোদের দিতে হয়েছে কঠিন পরীক্ষা। অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত। আর্জেন্টিনা ও পর্তুগালকে বিশ্বকাপে নিতে ঘাম ঝরাতে হয়েছে মেসি ও রোনালদোকে।

মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ হারায় আর্জেন্টিনা। একই দিনে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে পতুর্গাল।

বিশ্বকাপে বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলে ১৮টি ম্যাচ খেলে মেসির আর্জেন্টিনা। দলের হয়ে সবগুলো ম্যাচ খেললেও লিওনেল মেসি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন পাঁচ ম্যাচ। বাছাই পর্বে তার র‌্যাটিং পয়েন্ট ৮.৩৪।

অপরদিকে ইউরোপের গ্রুপ পর্বে ১০টি বাছাই পর্বের ম্যাচ খেলে পর্তুগাল। যার মধ্যে ছয় ম্যাচই ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রোনালদো। তার র‌্যাটিং পয়েন্ট ৮.৭৬।

তবে এদের চেয়ে এগিয়ে পিএসজির নতুন ট্রার্ম নেইমার। বাছাই পর্বের ১৭ ম্যাচে সাতবার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নেইমার। তার র‌্যাটিং পয়েন্ট ৮.৮১।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

wow

Messi 10

Good

Thanks