Ministry of Interior Regulation

in minister •  7 years ago 

Ministry of Interior Regulation

From tomorrow onwards there are new communication regulations.

  1. সমস্ত ফোন কোল রেকর্ড করা হবে ।
  2. সমস্থ ফোন কোল রেকর্ডিং সেভ করা থাকবে ।
  3. ওয়াটস এ্যাপ মনিটরিং করা হবে ।
  4. টুইটার মনিটরিং করা হবে ।
  5. ফেসবুক মনিটরিং করা হবে ।
  6. সমস্ত সোশাল মিডিয়া সহ গ্রুপগুলো মনিটরিং করা হবে
  7. আপনার অজান্তেই আপনি মিনিস্ট্রি সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে আছেন ।
  8. সাবধান হোন,অপ্রয়োজনীয় মেসেজ সেন্ড করবেন না ।
  9. আপনার সন্তান,আত্মীয় ও বন্ধুদের সাবধান করুন ও এর থেকে বিরত রাখুন ।
  10. সমাজ,জীবন ও জীবিকা ধর্মীয় এবং ব্যাক্তিগত সহ প্রশাসনিক পদে থাকা কোনো ব্যাক্তি যেমন রাষ্টপতি,রাজ্যপাল,প্রধানমন্ত্রী,মুখ্যমন্ত্রী,দেশের ও রাজ্যের মন্ত্রীগণ এর সম্পর্কে কোনো পোস্ট ও ভিডিও ফরোয়ার্ড করা থেকে বিরত থাকুন ।
  11. প্রশাসন সতর্ক দৃষ্টি রাখছে , যেকোনো সময় প্রশাসন ও সইবার ক্রাইম সেল কঠোর পদক্ষেপ গ্রহন করতে পারে । এমন কোনো পোস্ট বা ভিডিও প্রয়জনে এখুনি ডিলিট করুন । আপনার প্রিয়জন ও বন্ধুদের সূচনা দিন ।
  12. ধর্মীয় উদ্দেশ্যপ্রণদিত যেকোনো রাজনৈতিক লেখা ও পোস্ট বা বিতর্ক সভা এখন শাস্তিযোগ্য অপরাধ । 13) ওয়ারেন্ট ছাড়াই আপনি ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হতে পারেন ।
  13. এটা ভীষণ ই জরুরি সতর্কবাণী,তাই অহেতুক দেরি হওয়ার আগেই গ্রুপের সকল সদস্যদের আলাদাভাবে জানিয়ে দিন । প্রতিটা গ্রুপে ... পোস্ট এ্যাপ্রুভ রাখুন । নাহলে গ্রুপ এ্যাডমিন রাও প্রশাসনের শাস্তির মুখে পড়তে পারেন । গভীরভাবে চিন্তা করার বিষয় অবশ্যই আছে ।
  14. নিজের পোস্টের প্রতি যত্ন নিন এবং অপ্রয়োজনীয় পোস্ট,মেসেজ,ছবি,গুজব খবর ও ভিডিও সেন্ড করা থেকে বিরত থাকুন ।
    *** এটা নির্ভেজাল সত্য,সকলকে সতর্ক করুন ।
    পাওয়া মাত্র শেয়ার করুন ॥pirate-47705_640.png
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!