ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো বুঝতে না। অনেক ভালো একটা পোস্ট করেছেন ভাই। আাচ্ছা ভাই মিনোবোসটারে মানে ডিসকট আ্যপ আমাকে ব্লোক করে দিছে মানে ৪৮ ঘন্টা পর পর মেমো সহো আপভোটে পোস্ট করলে কিছু চেন্ট দিতো কি এখন আর দেশ না বলে মাউত করে দিছে মিনোবোস্টার এখন কি করবো।
আর ভাই আপনি যেটার কথা বলেছেন সে ভাবে করলে আমি ওদের সব ভ্যাট কটার পর ধরেন ১sbd দিলে কতো sbd dollar এ জমা হবে। ১ SBD দিলে কতো পাবো??
আর ভাইয়া একটা অনুরোধ করবো ছোট ভাই হিসেবে আর আপনার ফলোয়ার হিসেবে আমাকে ২ বা ৩ SBD দিলে আমার অনেক উপকার হতো। ভাই এই অনুরোদ রাখেন।