মিনোবুস্টার এর সঠিক ব্যবহার ও ব্লকলিস্ট থেকে পরিত্রান এর জন্য করনীয় পদক্ষেপ

in minnowbooster •  7 years ago  (edited)

হ্যলো স্টিমিয়ানরা আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পূর্ববর্তী পোষ্টগুলোতে আলোচনা করেছিলাম কীভাবে মিনোবুস্টারের সকল সার্ভিস ব্যবহার করতে হয়। আজ আমি আলোচনা করবো কীভাবে মিনোবুস্টারের সকল সার্ভিস সঠিক ভাবে ব্যবহার করতে হয়। অনেকেই চিন্তা করছেন ব্যবহার ও সঠিক ভাবে ব্যবহারের মধ্যে তফাৎটা কি ? অবশ্যই তফাৎ রয়েছে। আমরা সকলেই যেকোন লাভজনক সার্ভিস ব্যবহার করতে অনেক মরিয়া হয়ে লেগে পড়ি, কিন্তু অনেক সময় এই লোভে পরে নানা ধরনের ভুল করে থাকি যার জন্য আমাদেরকেই মাশুল দিতে হয়। মিনোবুস্টারের ক্ষেত্রেও এমনটাই হয় । MINNOWBOOSTERBUILDTEAM সবসময় স্টিমিটের ইকো সিস্টেম বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে। এরই পরিপেক্ষিতে যারা মিনোবুস্টারের সার্ভিসগুলোর অপব্যবহার করে বা করেছে তাদের জন্য মিনোবুস্টার ব্লকলিস্ট । আপনার একাউন্ট যদি মিনোবুস্টারের ব্লকলিস্টে যায় তাহলে আপনি তাদের সকল সার্ভিস ( Upvote sell ব্যতীত) ব্যবহার থেকে বঞ্চিত হবেন। তাই আজকের পোস্টে আমি জানাবো কি ধরনের পোস্টের জন্য আপনার একাউন্ট ব্লকলিস্টে যেতে পারে।


Image Source

যেসকল কারনে আপনার একাউন্ট ব্লকলিস্টে যেতে পারেঃ

giphy.gif

  • একই ধরনের বা একই পোস্ট বার বার দিলে আপনার একাউন্ট ব্লকলিস্টে দেওয়া হবে ।
  • একই ব্যক্তি দ্বারা একাধিক একাউন্ট পরিচালিত হলে এবং মিনোবুস্টারের থেকে উপভোট ক্রয় করে রিউওয়ার্ড ফার্মিং করার চেষ্টা করলে আপনার একাউন্ট ব্লকলিস্টে দেওয়া হবে ।
  • আপনি যদি প্লাগারিজম পোস্ট দেন অর্থাৎ অন্য কোন ওয়েব বা ব্লগ থেকে কনটেন্ট নিয়ে এখানে কপি/পেস্ট করেন তাহলে আপনার একাউন্ট ব্লকলিস্টে দেওয়া হবে ।
  • মিনোবুস্টার সার্ভিস ব্যবহারের জন্য যদি থার্ড পার্টি বোট বা স্ক্রিপ্ট ব্যবহার করে আটোমেটিক ভোট কিনতে চান তাহলে আপনার একাউন্ট ব্লকলিস্টে দেওয়া হবে ।
  • প্রতিনিয়ত লো কোয়ালিটি পোস্ট করলে আপনাকে ব্লকলিস্ট করা হবে।

উপরোক্ত কারন গুলির জন্য আপনি একজন ব্লকলিস্ট ইউজার হতে পারেন। তাই এইসব কর্মকান্ড হতে দূরে থাকুন এবং সঠিক ভাবে মিনবুস্টার ব্যবহার করুন।

hr_thin.png

মিনোবুস্টার সঠিক ব্যবহারের কিছু নিয়মঃ

giphy.gif

ফটোগ্রাফি পোস্টের নিয়মঃ

  • সিঙ্গেল ফটোগ্রাফি পোস্ট অর্থাৎ একটি মাত্র পিকচার ব্যবহার করা পোস্ট লো কোয়ালিটি পোস্ট হিসেবে বিবেচিত হবে।
  • ফটোগ্রাফি পোস্টের জন্য ফটোগ্রাফটি অবশ্যই হাই কোয়ালিটি সম্পন্ন হতে হবে, অন্য কারো ফটোগ্রাফি নিজের বলে ব্যবহার করা যাবে না, ফটোগ্রাফ পোস্ট দেওয়ার সময় পোস্টে সাপোর্টিং টেক্সট অর্থাৎ বিত্তান্ত বর্ননা থাকতে হবে, তার সাথে লোকেশন, সেট-আপ, লাইটিং এবং ফটোগ্রাফির বিষয় উল্লেখ থাকতে হবে।
  • একই ধরনের নিয়ম আর্ট, ভিডিও মেকার ও এনিমেশন মেকার দের জন্য।
  • কোন ধরনের মিমি বুস্টিং করা যাবে না।

পাবলিক ডোমেইন কনটেন্টঃ

  • আপনি যদি অন্য কোন ব্লগ থেকে পাবলিক ইন্ট্রেস্ট কনটেন্ট স্টিমিটে পোস্ট করতে চান তাহলে অবশ্যই পোস্ট করার সময় ঐ কনটেন্ট এর অরিজিনাল লেখক এবং যেই সাইট থেকে লেখাটি নিয়েছেন সেই সাইটের লিংক পোস্টে শেয়ার করতে হবে । তাছাড়া কোন কনটেন্ট সম্পূর্ণ কপি/পেস্ট করা যাবে না , অন্তত ৫০% টেক্সট আপনার নিজের চিন্তাধারনা থেকে লেখতে হবে।

যে সকল টপিক বা ট্যাগ গ্রহন করা হয় নাঃ

  • Violence, self-harm, gore
  • Politics & political opinion
  • Religion
  • NSFW
  • dmania, meme

উপরোক্ত নিয়ম গুলো মেনে চললে আপনি মিনোবুস্টারের সকল সার্ভিস সাচ্ছন্দে ব্যবহার করতে পারবেন।

hr_thin.png

ব্লকলিস্ট থেকে পরিত্রান এর জন্য করনীয় পদক্ষেপঃ

giphy.gif


Source

মানুষ মাত্রই ভুল জীবনে চলার পথে আমাদের দ্বারা অনেক ভুল হয়ে থাকে । কিন্তু তাই বলে জীবন থেমে থাকে না, সেই ভুল সুদরে ভালভাবে জীবন যাপন করা যায়। ঠিক তেমনি স্টিমিটে প্রথম প্রথম আমরা কেউই সকল নিয়ম কানুন সম্পর্কে জানি না আর সেই কারনে ভুল করি । আর তাই মন খারাপ না করে সেই ভুল সুদরে নিয়ে স্টিমেটের সঠিক ব্যবহার করা উচিত । আপনি যদি মিনোবুস্টারের ব্লকলিস্টে থাকেন তাহলে প্রথমে খুজে বের করুন কেন আপনাকে ব্লকলিস্ট করা হয়েছে। যদি আপনি না জেনে থাকেন তাহলে মিনোবুস্টারের ডিস্কর্ডে যোগাযোগ করুন তারা আপনাকে কারন বলে দিবে। শুধু কারন জানলেই হবে না যেই ভুলের কারনে আপনি ব্লকলিস্টে সেই কারন সুদরাতে হবে। আপনাকে কমপক্ষে ২/৩ সপ্তাহ কোয়ালিটি পোস্ট দিতে হবে । এখানে কোয়ালিটি পোস্ট বলতে যে সকল পোষ্ট মিনোবুস্টারের প্রদত্ত নিয়ম মেনে চলে সেই পোস্ট বুঝানো হয়েছে। অতঃপর আপনি আবার মিনোবুস্টারের ডিস্কর্ডে যান এবং সেখানে আবেদন করুন আপনাকে ব্লকলিস্ট থেকে পরিত্রান দেবার জন্য। তাছাড়া আপনি গুগলের এই ফরমে গিয়ে আবেদন করতে পারেন । আবেদন করার পর অপেক্ষা করুন মিনোবুস্টার টিম আপনার ব্লগ রিভিউ করবে, তারা যদি আপনার ব্লগে কোয়ালিটি পোস্ট দেখতে পায় তাহলে অবশ্যই আপনাকে ব্লকলিস্ট থেকে নরমাললিস্টে উত্তরন করবে। তাই হতাশ না হয়ে ভালো কোয়ালিটি সম্পন্ন পোস্ট দিন। আপনার পোস্টটা যদি বাংলাতেও হয় কোন সমস্যা নেই আমি মিনোবুস্টার হোয়াইটলিস্ট টিমের একজন সদস্য হিসেবে আপনার ব্লগ রিভিউ করে মিনবুস্টার টিমকে জানাবো। সবশেষে আমি এটাই বলবো আমরা সবাই মিনোবুস্টার কতৃক প্রদত্ত নিয়ম মেনে এর সকল সার্ভিস ব্যবহার করবো ।

mm.jpg

আজ এই পর্যন্ত পরবর্তী পোস্টে আমি Minnowbooster এর হোয়াইটলিস্ট সার্ভিস নিয়ে কথা বলবো। আশা করি আমি আমার সব পয়েন্ট ক্লিয়ার করতে পেরেছি। আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন । তাছাড়া Minnowbooster এর সকল ধরনের সাপোর্টের জন্য Minnowbooster এর DISCORD এ যোগাযোগ করতে পারেন। এবং তাদের Youtube Channel এ সকল সার্ভিসের টিউটোরিয়াল দেওয়া রয়েছে।

mm.jpg

Minnowbooster সম্পর্কিত পুর্ববর্তী আলোচনা গুলো হচ্ছেঃ


Join Minnowbooster Discord Chat

ধন্যবাদ @zaku

Upvote Resteem follow.gif


All Information Collected from @minnowbooster blog

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হায় ভাইয়া আপনি কেমন আছেন,,@zaku
আমি আপনার ব্লগে আজ নতুন আশলাম
এবং আমি নতুন,,আমি আপনাকে সব সময় অনুসরন করে যাব,,এবং আমি কিভাবে আপনাকে অনুসরন করলে আপনি খুশি হবেন?..আমি স্টিমিটে কিভাবে কাজ করব তা জানিনা,,,দয়া করে আপনি আমাকে সাহায্য করবেন,,,এবং আমি ইংরেজি জানিনা,,,আপনার ভাল পোস্ট,,এবং ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ,,,

ভাইয়া আপনি কি করে এত ভোট পান। আমাকে একটু বললে অনেক উপকার হতো। দয়া করে সময় হলে আমাকে জানাবেন। ধন্যবাদ

https://steemit.com/@zaku

ভাই আমি বিড বোট ও প্রমোশন বোড ব্যবহার করি । বিস্তারিত আমার আগের পোস্ট গুলিতে পাবেন ।

ভাইয়া আপনার fb লিংকটা একটু দেওয়া যাবে।

Dukkhito vai it's personal, kisu janar thakle amar post e question korben ..

Thanks

অসাধারন কিছু টিপস পেলাম আপনার এই পোস্ট থেকে। ধন্যবাদ @zaku ভাই

ধন্যবাদ রিসান আপনার মুল্যবান কমেন্টের জন্য ।

Wow Thanks bro

You got a 5.25% upvote from @postpromoter courtesy of @zaku!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

ভাল কাজ

ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ পোস্টের জন্য। অনেক কিছু জানতে পারলাম। @zaku

আপনাকেও ধন্যবাদ সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য ।

thank you boro vai. Bujlam.
এ রকম আরো ভালো ভালো ট্রিপস দিয়ে আমাদের কে সাহায্য করেন।

ধন্যবাদ রাসেল

আপনার পোস্ট গুলা আমাকে অনেক উপকারে আসছে। আমার কয়েকটা প্রশ্ন ছিল - আমি @minnowbooster কে যে কোন টাইমে কি বোট কিনার জন্য হায়ার করতে পারবো ? নাকি আলাদা কোণ সময় আছে? কারন আমরা অনেকেই steem bot tracker সাইটে গিয়ে বুট সিলেক্ট করে ভোট কিনি অনেক সময়, আর আমিও এভাবে মাঝে মাঝে ভোট কিনি। আমি জানতে চাচ্ছিলাম যে কোন সময় আমি ইচ্ছা করলে @minnowbooster কে ভোট কিনার জন্য কি হায়ার করতে পারব? আর @minnowbooster white_list blog/article যারা লিখে তাদের কে সব সময় ২৫% করে রিওয়ার্ড দিয়ে থাকে? নাকি মাঝেমাঝে মক বেশি হয়ে থাকে?

প্লিজ উত্তর দিবেন আমার প্রশ্ন গুলোর। আপনাকে অনেক ধন্যবাদ এমন তথ্য পূর্ণ আর্টিকেল আমাদের কে উপহার দেওয়ার জন্য।

ধন্যবাদ কাওকাব আপনার মুল্যবান সময় দিয়ে আমার পোস্ট পড়ার জন্য আপনার প্রশ্নের উত্তর হচ্ছেঃ

১। আমি @minnowbooster কে যে কোন টাইমে কি বোট কিনার জন্য হায়ার করতে পারবো ?

minnowbooster এর কাছ থেকে ভোট নিতে আপনাকে প্রথমে তাদের ওয়েব সাইটে যেতে হবে। সেখানে নিচে চার্ট দেওয়া রয়েছে এই চার্টের মাধ্যমে ভোট Available কিনা জানা যায়। যখন ভোট Available থাকবে শুধুমাত্র তখনই ভোট কিনতে পারবেন। অন্য সময় ভোট রিকোয়েস্ট করলে আপনাকে সাথে সাথে ফেরত দেওয়া হবে।

২। @minnowbooster white_list blog/article যারা লিখে তাদের কে সব সময় ২৫% করে রিওয়ার্ড দিয়ে থাকে? নাকি মাঝেমাঝে মক বেশি হয়ে থাকে?

জি ! @minnowbooster whitelist ইউজারদের ২৫% প্রফিট দেওয়া হয় এবং NormalList ইউজারদের ১৮% । এর থেকে বেশি দেওয়া হয় না আমার জানামতে।

আপনাকে অনেক ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য।

যাকারিয়া @zaku ভাই, আপনার পোস্ট গুলো বাংলায় দেখে খুব ভালো লাগলো ।
আমার কিছু প্রশ্ন ছিল ভাই।
১। কারো লিখা কপি পেস্ট না করে আমি যদি নিজের মত করে বাংলায় পোস্ট লিখি তাহলে কি steemit থেকে কখনো কোন সমস্যা হতে পারে ?
২। minnowbooster থেকে কিভাবে বুঝে তারা যে আমার পোষ্ট কোয়ালিটি সম্পন্ন ?
৩। যদি বিটবোট কে 20$ দেই আর 35$ এর ভোট পাই তাহলে সেটা কি লস হবেনা? 20$ দিয়ে কত ডলার এর ভোট পেলে লাভ হবে?

Dhonnobad @aaarif apnar mulloban somoy diye post ta porar jonno apnar proshner uttor gulo hocche:

১। কারো লিখা কপি পেস্ট না করে আমি যদি নিজের মত করে বাংলায় পোস্ট লিখি তাহলে কি steemit থেকে কখনো কোন সমস্যা হতে পারে ?

আপনি স্টিমিটে বাংলায় পোস্ট দিলে কোন সমস্যা হবে না। এখন স্টিমিটে অনেক বাঙ্গালি ইউজার রয়েছে ।

২। minnowbooster থেকে কিভাবে বুঝে তারা যে আমার পোষ্ট কোয়ালিটি সম্পন্ন ?

আপনি যখন minnowbooster এর থেকে ভোট কিনবেন তখন minnowbooster কমিউনিটি মেম্বাররা আপনার পোস্ট চেক করবে।

৩। যদি বিটবোট কে 20$ দেই আর 35$ এর ভোট পাই তাহলে সেটা কি লস হবেনা? 20$ দিয়ে কত ডলার এর ভোট পেলে লাভ হবে?

বিডবোট এর মূল নিয়ম গুলো আপনাকে প্রথমে বুঝতে হবে। এতি রিতিমত জুয়া খেলার মতো যদি বিড রাউন্ডে বেশি বিড হয় তাহলে আপনার লাভ কম হবে যদি কম বিড হয় তাহলে আপনার লাভ বেশি হবে। এসব বুঝে শুনে ভোট কিনবেন। না জেনে অতি লোভে কোন কিছূ করবেন না এতে লসটা আপনার ই হবে ।

ধন্যবাদ @zaku

Thanks for the answers brother :)

Bhai ami minnowboster oder site a giye ami vote sell korte ga setting korte hoi ami shob korchi but amar akta vote o sell hoina amar vp same take geche r tader site take amar account log out hoye geche ami ki korle tara amar vote sell korbe
Please bhai amake akto bolben @zaku

তারেক আপনার স্টেম পাওয়ার খুব সীমিত , তাই আপনার একাউন্ট থেকে ভোট সেল হচ্ছে না। হতাশ হবেন না স্টিমিটে কাজ চালিয়ে যান যখন আপনার স্টেম পাওয়ার ভোট সেলের উপযগ্য হবে তখন অটোমেটিক ভোট সেল শুরু হবে।

Thanks for suggest brother

This post has received a 11.11 % upvote from @booster thanks to: @zaku.

@zaku ভাই নতুন ছিলাম বুঝতে পারি নাই ( তখন আপনার মতো কোন সাহায্য কারি লোক ছিলনা )ভুল করছি cheetah- black list করে রাখছে এর থেকে এর থেকে বের হবার কোন উপায় আছে ?

@pranashroy আপনি যেই ভুলের জন্য ব্লকলিস্টে গিয়েছেন সেই ভুল আর না করে থাকলে । আপনি cheetah এর ডিস্কর্ডে যোগাযোগ করতে পারেন । সেখানে এডমিন রয়েছে যারা আপনাকে হেল্প করতে পারবে। https://discord.gg/yByxC6 এটা হচ্ছে তাদের ডিস্কর্ড লিঙ্ক । বেস্ট অফ লাক । 👍

ধন্যবাদ ভাই আপনাকে রিপ্লে দেবার জন্য।অবাক লাগছে আসলে আজ পর্জন্ত দেখেছি যে একবার সফলতা পেয়ে যায় সে সাধারনত অসফল ব্যক্তিদের কোন সাহায্য করে না বা করতে চায়না ।আসা ছিলনা যে কোন রিপ্লে পাব সেই জন্য ২দিন দেরি হলো আপনাকে ধন্যবাদ জানাতে।

You welcome 🙂 আমার মাধ্যমে কেউ উপকৃত হলে সেটা আমার মনে তৃপ্তি যোগায় । 😊

ভাই আপনার পোস্টে অনেক upvote পড়ে তারপরও আপনি অনেকের পোস্ট resteeme করেছেন । resteeme করলে কি লাভ হয় এবং কোন ধরনের পোস্ট resteeme করা উচিত জানাবেন প্লিজ।

ভাই ( বিড বোট সার্ভিসঃ)এর ব্যবহার সম্পর্কে ১টা ভিডিও দিলে আরও উপকৃত হতাম আমরা যারা নিচের লেভেলে আছি। একটু মাথায় রাখবেন। ধন্যবাদ