আমি থাকি মিরপুরে এবং মিরপুর থেকে মিরপুর 2 এ একটা ছোট্ট ক্যাফে আছে ক্যাফে টার নাম হলো গ্রীন ম্যাংগো . সত্যি কথা বলতে আমার যখন এখান থেকে আরো চার-পাঁচ বছর আগে আমি গ্রীন ম্যাংগো রেস্টুরেন্টে প্রতি সপ্তাহে তিন-চারবার করে যেতাম . গ্রীন ম্যাংগো এই রেস্টুরেন্টের সবথেকে মজার যে খাবারটা ছিল সেটা হল - থাই সুপ . এবং আমি আমার বন্ধুরা সব মিলিয়ে আমরা গুরু গ্রীন ম্যাংগো তে যেতাম প্রতি সপ্তাহে । আমাদের এই রেগুলার যাওয়ার কারণে গ্রীন ম্যাংগো এই সপটার যে মালিক ছিল তার সাথে আমাদের অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায় । বলতে ভুলেই গিয়েছি গ্রীন ম্যাংগো টা হলো মিরপুরের লাভ রোড নামের একটা জায়গা আছে সেই জায়গাটার পাশে , যারা ঢাকাতে আছেন বা যারা ঢাকাতে থাকেন তাদের মধ্যে প্রায় সবাই মিরপুরের লাভ রোড জায়গাটা চিনেন , কারণ একটু বিকালের দিকে এই জায়গায় সব কাপলরা আসে হাজবেন্ড ওয়াইফ রাশে ভালো একটি সময় কাটানোর জন্য কারণ রোডটা অনেক সুন্দর
সেই হিসেবে আমরাও যেতাম এই রোডটা তে মাঝে-মাঝে বসে আড্ডা দিতাম বন্ধু-বান্ধবদের নিয়ে গল্প করতাম চা কফি খেতাম আরো কত কি , একটা দুঃখের বিষয় হলো যে সেই জিনিসগুলো এখন আর নেই আমি কিন্তু মোটামুটি প্রায় চার-পাঁচ বছর আগের কথা বলছি , এখন বিবাহিত জীবন পার করছি তবে সেই সময় ব্যাচেলার ছিলাম ব্যাচেলর লাইফ তার একটা আলাদা মজা ছিল , ইতিমধ্যে জীবন থেকে অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছি , হারিয়েছি যেমন বন্ধুদের নিয়ে আর লাভ রোড বা গ্রীন ব্যাংক হতে যাওয়া হয়না আড্ডা দেওয়া হয় না গল্প করা হয় না , পেয়েছি কি পেয়েছি ভালো একটা সংসার ভালো একটা ফ্যামিলি এবং সত্যি কথা বলতে অনেক ভালো আছি সবদিক থেকে , যাই হোক এই বিষয়ে আরো কোন একদিন আরেকটি ভালোভাবে খুলে কথা বলা যাবে ।