বিশ্ব সুন্দরীর মুকুট মানসী চিল্লার |

in miss •  7 years ago 

  

এ বছর ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট বিজয়ী হয়েছেন ভারতের মানসী চিল্লার। চীনের সাংহাই শহরে ইংল্যান্ডের স্টেফানি হিল ও মেক্সিকোর আন্দ্রেয়া মিজাকে হারিয়ে ঘোষিত হলো এই ভারতীয় সুন্দরীর নাম। চীনে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের ৬৭তম আসর। সেখানেই সেরা সুন্দরীদের হারিয়ে মুকুট জিতলেন হরিয়ানার সুন্দরী মানসী চিল্লার।
প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপ হয়েছেন মেক্সিকোর আন্দ্রেয়া মিজাকে আর ইংল্যান্ডের স্টেফানি হিল হয়েছেন প্রথম রানার আপ।
 চীনের স্থানীয় সময় সন্ধ্যায় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।     আড়াই ঘণ্টার অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন মেগান ইয়ং, টিম ভিনসেন্ট ও স্টিভ ডগলাস।

বিজয়ী মানসী ভারতের হরিয়ানায় জন্ম হয়েছে। সেখানকার এক চিকিৎসক দম্পতির এ মেয়ে নিজেও মেডিকেলের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি মডেলিংয়েও জড়িত মানসী। চলতি বছরের ভারতের অনুষ্ঠিত হওয়া মিস ইন্ডিয়া-২০১৭-এর খেতাবও তিনিই জিতেছেন।    

Mansi Chillar of India won the 'Miss World' crown. The name of this Indian beauty is announced in the Shanghai city of China by Stefani Hill of England and Andrea Mija of Mexico. Miss World's 67th edition of the world championship competition is being held in China. Hariyanara beautiful Manasi Chillar won the crown of the best beauty

 The second runner up has been Andrea Miza of Mexico and Stephanie Hill of England, the first runner up.

  The local time of the evening is held in the grand finale of the competition in China. The new Miss World crowned the crown of the current world-famous Stephanie del Valle. The two-and-a-half-hour concert jointly hosted Megan Young, Tim Vincent and Steve Douglas.

Winner Manasi was born in India's Haryiana. The doctor of a physician couple was also a medical student. Psychology is involved in studying as well as modeling. He won the Miss India-2017 titles in India this year.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Beautifull