speak to control your phone

in mobiletips •  7 years ago 

মুখে কথা বলে কন্ট্রোল করুন আপনার অ্যান্ড্রয়েড ফোন (speak to control your phone)

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।
আজ আপনাদের দেখাবো কিভাবে কথা বলে অ্যান্ড্রয়েড ফোন control করবেন।
প্রথমে অ্যাপটি ডাউনলোড করুন।

লিংকঃ- https://play.google.com/store/apps/details?id=com.velldrin.smartvoiceassistant

অতপর ওপেন করে কিছু permission চাইলে দিয়ে দিন। তারপর নিচের start button on করে দেন।
তারপর আপনি অপশন গুলা দেখবেন।
দেখুন কাওকে কল করার জন্য call বলে তার নাম টি বলবেন।
ধরেন আপনি S কে কল দেবেন।
এ জন্য আপনাকে বলতে হবে : call S
আবার S কে এসএমএস করতে হলে বলবেন write to S.
ধরেন facbook.app ওপেন করবেন। তার জন্য বলতে হবে run S.
wifi, mobile data, location e.t.c অন করলে হলে বলবেন : turn on wifi/mobile data/location.
আপনার পুরা ফোনটি এর মাধ্যমে কন্ট্রল করতে পারবেন। আর হ্যা, শুদ্ধ ইংরেজি না বললে অ্যাপ ওপেন হবে না।
ভেতরে আরো অনেক ফিচার আছে।আপনি সেটা নিজে নিজে দেখতে পারবেন।

আপনি চাইলে কথা গুলা edit করে নিজের মতো করে দিতে পারবেন। যেমন: call এর পরিবর্তে dj দিলে dj S বললেই S কে ফোন করবে।

চেষ্টা করে দেখুন অবশ্যই চলবে।
ভুল হলে ক্ষমা করবেন।

ধন্যবাদ আমাদের সাথেই থাকুন😊FB_IMG_1511810698061.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

great article. keep it up.

thank you vai