কুইজ ০১ : কোথায় জল নেই ?
উত্তরঃ ঘ. সূর্য
কুইজ ০২ : নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটদের উপন্যাস "জয়ধ্বজের জয়রথ"-এ জয়রথ কোন বস্তু ছিল ?
উত্তরঃ বাইসাইকেল ।
কুইজ ০৩ : সত্যজিৎ রায় সর্বমোট কয়টি ছোটগল্প লিখে গিয়েছেন ? (ফেলুদা , শঙ্কু সিরিজ, অনুবাদ সিরিজ এবং রূপকথা সিরিজ ব্যাতিত)
উত্তরঃ ১০১ টি গল্প ।
কুইজ ০৪ : নিচের কোন বস্তুটি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না ?
উত্তরঃ খ. জল
কুইজ ০৫ : পৃথিবীতে জলের উৎপত্তির সব চাইতে বেশি গ্রাহ্য মতবাদ কি ?
উত্তরঃ ধারণা করা হয়ে থাকে যে পৃথিবী সৃষ্টির আদিতে কোনো জল জাতীয় বস্তু ছিল না পৃথিবীতে । তবে, হাইড্রোজেন, অক্সিজেন সহ প্রচুর গ্যাসীয় বস্তুতে পরিপূর্ণ ছিল আদিম পৃথিবী । ভয়াবহ উত্তপ্ত পৃথিবীতে প্রত্যেক সেকেন্ডে লক্ষ লক্ষ উল্কাপাত হতো । বিদ্যুৎ স্ফুলিঙ্গের জন্ম হতো বায়ুমণ্ডলে এই উল্কাপাতের প্রভাবে । আর হাইড্রোজেন, অক্সিজেন গ্যাসের মধ্যে বারংবার বিদ্যুৎ স্ফুলিঙ্গের থেকেই জলের সূত্রপাত । তবে , আরো একটি সর্বজনগ্রাহ্য় মতবাদ হলো পৃথিবীর বাইরে থেকে জল এসেছে বিশাল বিশাল সব উল্কাপিন্ড ও ধূমকেতুর থেকে ।
ধাঁধা ০১ : নিচের সিরিজের পরবর্তী সংখ্যাটি কি হবে ? (ব্যাখ্যা সহ)
৫(২)২০
৬(২)৩০
৭(২)৪২
???
উত্তরঃ
৫(২) এর অর্থ হলো ৫২ = ২৫
এবার ২৫ থেকে ৫ বিয়োগ করলে পাই ২০, ঠিক একই ভাবে,
৬২ = ৩৬, এবার ৩৬ থেকে ৬ বিয়োগ করলে পাই ৩০
এইভাবে করতে থাকলে সিরিজের সর্বশেষ সংখ্যাটি হবে : ৮(২)৫৬
ধাঁধা ০২ : নিচের শব্দ তিনটি এলোমেলো রয়েছে । সঠিক শব্দগুলো বের করুন -
মীরসণ । জিপঅরাত । শজাতত্রুঅ
উত্তরঃ সমীরণ । অপরাজিত । অজাতশত্রু
ধাঁধা ০৩ : "ভাত দেবার মুরোদ নেই কিল মারার গোসাঁই এলেন !" - এই বাক্যটির অর্থ কি ?
উত্তরঃ প্রতিপালন না করতে পারলে, শাসন করারও কোনো এক্তিয়ার নেই ।
ধাঁধা ০৪ :
গাছ নেই তবু আছে পাতা,
সাদা মার্বেল জমিতে তার কালো মার্বেল আঁকা,
মেঘ বিনা মাঝে মধ্যে বৃষ্টি নামে অঝোরে,
বলতে হবে কি সেই বস্তু যা আছে এই ধাঁধার মাঝারে ।
উত্তরঃ চোখ ।
ধাঁধা ০৫ : নিচের ছবিটা একটা Stereogram । এই ছবিতে একটা প্রাণী লুকিয়ে আছে । বলতে হবে প্রাণীটা কি ?