বিজ্ঞ মন্ত্রী পর্ব 1

in moralstory •  3 years ago 

pexels-meo-724994.jpg
এককালে. একজন রাজকীয় মন্ত্রী রাজাকে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। রাজা সপরিবারে বিয়ের অনুষ্ঠানে পৌঁছলে মন্ত্রী তাদেরকে সম্মানের সাথে একটি বিশেষ আসনে বসানোর জন্য নিয়ে গেলেন, সেখানে একজন ঝাড়ুদার বসে আছেন দেখে মন্ত্রী খুবই লজ্জিত হলেন।
তিনি সেখান থেকে ঝাড়ুদারকে সবার সামনে ছুড়ে ফেলে দেন এবং অনেক বকাঝকা করেন। ঝাড়ুদার খুব অপমানিত বোধ করল এবং প্রতিশোধের পরিকল্পনা শুরু করল।
পরদিন সকালে রাজার ঘর পরিষ্কার করার সময় সে ইচ্ছাকৃতভাবে বিড়বিড় করে বললো, “রাজা খুবই নির্দোষ। রানী ও মন্ত্রীর মধ্যে কি চলছে তা তারা জানে না।
রাজা তখন আধো ঘুমে। "এইটা কি করতেছ তুমি?" জিজ্ঞেস করলেন। "স্যার, আমি সারারাত ঘুমাতে পারিনি। আমি ঘুমের মধ্যে বকবক করছিলাম,” জবাবে ঝাড়ুদার বলল।
তবে তার কথা শুনে রাজার মনে সন্দেহের বীজ রোপিত হলো। রাজা এবার মন্ত্রীর প্রতি বিরক্ত হলেন এবং সময়ে সময়ে তাকে অপমান করতে লাগলেন। একদিন তিনি দারোয়ানদের বলেছিলেন যে তারা যেন মন্ত্রীকে প্রাসাদে প্রবেশ করতে না দেয়।
রাজার আচরণে মন্ত্রী খুবই অবাক হলেন, কিন্তু কিছুক্ষণ চিন্তা করার পর বুঝতে পারলেন এর জন্য ঝাড়ুদার দায়ী হতে পারে। “আমি তাকে অপমান করেছি এবং সে তার প্রতিশোধ নিয়েছে।
এখন আমাকে আবার তাকে সন্তুষ্ট করতে হবে, তবেই তিনি রাজার চোখে আমার সম্মান ফিরিয়ে আনতে পারবেন,” ভাবলেন মন্ত্রী। একদিন তিনি ঝাড়ুদারকে তার বাড়িতে খাবারের জন্য আমন্ত্রণ জানিয়ে বললেন, “বন্ধু, আমাকে ক্ষমা করো।
আমি তোমাকে অপমান করেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি। উপহার হিসেবে নিন এই সুন্দর পোশাকগুলো। এসো, আমার সাথে ডিনার কর। পরিচ্ছন্নতাকর্মী খুশি হলেন।

pexels-markus-spiske-247163.jpg

তিনি ভাবলেন, ‘মন্ত্রী ভালো মানুষ। আমি সেদিন ভুল করেছিলাম। এবার ঝাড়ুদার খুশি হয়ে মন্ত্রী সম্পর্কে রাজার ধারণা পাল্টানোর চেষ্টা করলেন।
একবার রাজার ঘরে গেলে রাজা ঘুমাচ্ছেন। সে বিড়বিড় করে বলল, “আরে, দাসীর সঙ্গে রাজার প্রেমের সম্পর্ক আছে। এটা একটা লজ্জাজনক ব্যপার! রাজা তার গোঙানি শুনে উঠে বসলেন।
রাজা ঝাড়ুদারকে অনেক বকাঝকা করলেন। ঝাড়ুদার বলল, “দুঃখিত স্যার, আমি সারা রাত ঘুমাতে পারিনি। তাই দিনের বেলায় ঘুমের মধ্যেই বকবক করছিল। ,
রাজা তার ভুল বুঝতে পারলেন। এই ধরনের গুজবের কারণে, তিনি তার খুব ভালো উপদেষ্টাকে উপেক্ষা করতে শুরু করেছিলেন। রাজা মন্ত্রীকে ডাকলে দুজনে আবার বন্ধুত্ব হয়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!