যতই বড় হচ্ছি,আনন্দ গুলো ততই দূরে হারিয়ে যাচ্ছে।ছোট ছিলাম অনেক ভালো ছিলাম।বড় হয়েই যত বিপদ।ছোট থাকার সময় কোন চিন্তা ভাবনা থাকে না।ছোট থাকার সময় শুধুই আনন্দ আর উল্লাস।আর বড় হলেই হারিয়ে যায় সব কিছু।থাকে না আনন্দ,থাকে না উল্লাস।বড় হলেই যত কাহিনী।তাইতো সবাই বলে ছোটতে ছিলাম অনেক ভালো ছিলাম।