জীবনে সমালোচকদের গুরুত্ব

in motivation •  6 years ago 

আপনি কি আপনার সমালোচক কে ভালো বাসেন? আমি কিন্তু আমার সমালোচকরে সেই ভালোবাসি। কি? শুনে অনেক অবাক হলেন না সবাই? হ্যা অবাক হওয়ার ই কথা।

কেনো এই কথা বললাম হঠাৎ? অনেক এর মনেই এই প্রশ্ন আমি জানি। হ্যা অবশ্যই এই কথা বলার কারন আছে।আসুন এবার জেনে নেই কেনো এই কথা বললাম কেনই বা সমালোচকদের ভালোবাসি।

প্রথমত আপনি যত কিছুই করুন না কেন সমালোচকদের ছাড়া জীবনে উন্নতি করতে পারবেন না। এখন সবাই আমারে পাগল বলবেন জানি। তবে জানেন কি স্লত্যি সমালোচকদের ছাড়া আপনি সার্থক হতে পারবেন না কখনই। আমাদের সবার জীবনেই সপ্ন থাকে জীবনে বড় কিছু করার। যখন কোন বড় কিছু করতে যাবেন তখন ই দেখবেন আপনার জীবনে সমালোচক দের আনাগোনা। কিন্তু কখনো এটিকে খারাপ দিক হিসেবে দেখবেন না। কারন সমালোচক রা আপনার ভূল গুলোর জন্যই সমালোচনা করবে। সুযোগে আপনি আপনার ভূলগুলো পুষিয়ে নিতে পারবেন।

মনে রাখবেন সমালোচক দের কাজ ই সমালোচনা তাই বলে সমালোচনার ভয়ে ভেংগে পরলে একদম ই চলবে না। উল্টো এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি ভুল থেকে মুক্তি পেতে পারবেন।

সমালোচক যদি না থাকে তাহলে আপনার ভুল গুলো ধরিয়ে দেওয়ার মত কেউ থাকবে না। ফলে আপনিও ভুল করেই যাবেন এতে সার্থকতা আসতে সময় লাগবে কারন আপনার ভুল গুলো আপনি বুঝতে বুঝতে অনেক সময় লাগবে। সমালোচকদের কথা বলতেই মনে পরে যায় একজন বিখ্যাত ব্যক্তির বানী-

“Don’t be afraid to be outrageous; the critics will shoot you down anyway.” — Laurence Olivier

1043485-Laurence-Olivier-Quote-Don-t-be-afraid-to-be-outrageous-the.jpg
Source

আশা করি ভালো লেগেছে পোস্ট টি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi @razu788!

Your post has been upvoted by @bdcommunity.

You can support us by following our curation trail or by delegating SP to us.

20 SP, 50 SP, 100 SP, 300 SP, 500 SP, 1000 SP.

If you are not actively voting for Steem Witnesses, please set us as your voting proxy.

Feel free to join BDCommunity Discord Server.

খুব সুন্দর একটি পোষ্ট,,,