এই বয়সে এখনি আপনার কি করা উচিত???- জ্যাক মা

in motivation •  6 years ago 

দরিদ্র হয়ে জন্মানোটা আপনার দোষের না তবে দরিদ্র হয়ে থাকাটাই দোষের। আপনি যদি জন্মানোর ৩৫ বছরেও দরিদ্র থাকেন তাহলে সেটা আপনার কপালের দোষ না। আপনি সেটারই যোগ্য। কারন আপনি আপনার যুবক বয়স কে ঠিক মত কাজে লাগাতে পারেন নি। তাই আপনি দরিদ্রই রয়ে গেছেন। যেটা একমাত্রই আপার হেয়ালির কারনে হয়েছে। কথা গুলো কে কে কিভাবে দেখেন? এই পোস্ট শুরু করার আগে আপনাদের কাছে এই প্রশ্ন রইল। আশা করি সবাই উত্তর দিবেন।

এই কথা গুলো কিন্তু আমার না। কথা গুলো বলেছেন অনলাইন দুনিয়ায় সফল ব্যাক্তি জ্যাক মা। যার বর্তমান সম্পদের পরিমান ৩৭ বিলিয়ন ইউএস ডলার। যার বর্ত্মান বয়স ৫৪ বছর। বিশ্বের অন্যতম সফলত ইকমার্স সাইট আলিবাবার প্রতিষ্ঠাতা ০ থেকে পৃথিবীর বৃহত্তম প্রতিষ্ঠানের মালিক জ্যাক মার এই যাত্রা অতটা সহজ ছিলো না। উথান পতনের অনেক পথ পারি দিয়ে এখানে এসেছেন তিনি। স্বপ্ন বাজ মানুষ গুলোর জন্য কোন বয়সে কি করতে হবে তার রুপরেখা একে দিয়েছেন তিনি। চলুন দেখে নেওয়া যাক তার সেই পরামর্শ গুলো।

আপনার বয়স কি ২৫ এর মধ্যে? জ্যাক মার মতে কোনকিছু নিয়ে চিন্তা করবেন না। যেকোনো ভুল ই আপনার জন্য অর্জন দিন শেষে যা হবে তাই আপনার পুজি। তাই আমি তরুনদের বলি ২০ বছরের আগেই ভালো ছাত্র হউ। আর উদ্যক্তা হতে হলে অভিগ্যতার সঞ্চয় করতে হবে।

আপনার বয়স কি ৩০ এর মধ্যে? জ্যাক মার মতে বয়স ৩০ হওয়ার আগেই কাওকে নিজের রোল মডেল হিসাবে আনুসরন করো। ছোট কোন প্রতিষ্ঠানে যোগ দাও। সাধারনত বড় প্রতিষ্ঠান প্রসেসিং শেখার জন্য ভালো। সেখানে তুমি বড় কোন যন্ত্রের অংশ। কিন্তু যখন তুমি ছোট কোনো প্রতিষ্ঠানে যাবা তখন তুমি কিভাবে ধৈর্য ধরতে হয় তা শিখবে। কিভাবে স্বপ্ন দেখতে হয় তা শিখবে। তাই ৩০ বছর হওয়ার আগে কোন প্রতিষ্ঠানে তুমি যাচ্ছো সেটা না কোন বস কে তুমি অনুসরন করছো সেটা খুবই গুরুত্ব পুর্ন। একজন আদর্শ বস তোমাকে ভিন্ন ভাবে শিখাবে।

আপনার বয়স কি ৩০ থেকে ৪০ এর মধ্যে?? জ্যাক মা বলেন ৩০ থেকে ৪০ এর মধ্যে তোমাকে খুব পরিষ্কার ভাবে ভাবতে হবে। যখন তুমি উদোক্তা হয়ার সপ্ন নিয়ে নিজের জন্য কাজ করতেছো।

আপনার বয়স কি ৪০ থেকে ৫০?? তোমার শুধু এমন কাজ করা উচিত যাতে তুমি দক্ষ। নতুন কাজে যাওয়ার চেস্টা করো না। যদি করো তাহলে সফল হতে পারো তবে ব্যর্থতার সম্ভবনাই বেশি। তাই ৪০ থেকে ৫০ এর মাঝে তোমার দক্ষতা নিয়ে কাজ করো।

আপনার বয়স কি ৫০ থেকে ৬০? জ্যাক মা বলেন তাহলে আপনার উচিত অই বয়সে তরুন্দের জন্য কাজ করা। কারন ত্রুন রা তোমার চেয়েও ভালো ভাবে কাজ করতে পারবে। তাই তারা যথেষ্ঠ ভালো এটা নিশ্চিত হয়ে তাদের উপর বিশ্বাস রাখো তাদের যত্ন নেও।

৬০ বছরের বেশি হলে কি করবেন। জ্যাক মা বলেন নিজেকে পরিবর্তনের সময় শেষ হয়ে গেছে। এখন নিজের জন্য সময় দাও। তবে ২৫ বছর বয়সী দের জন্য আমার পরামর্শ হলো অনেক অনেক ভুল করো তা থেকে তুমি শিখবে। পরে যাবে আবার উঠবে। আবার পরে যাবে আবার উঠবে। এনজয় কর।

সবাই কে অসংখ ধন্যবাদ এই পোস্ট টি পড়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারন ,,,