সফলতার চাবিকাঠি

in motivation •  6 years ago 

সফলতা আমাদের সকলের মৌলিক অধিকার, অবাক হবার কথা হলেও এটাই সত্যি । সফলতা কখনো সহজে অর্জন করা যায় না, এর পথে রয়েছে অনেক বাধা অনেক বিপত্তি । যারা ধৈর্য ধারন করে এসব বাধা বিপত্তি উপেক্ষা করতে পারবে তারাই একমাত্র সফলতার মুল চাবি টা হাতে পাবে। একজন সফল ব্যক্তি ও একজন ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য করলে আপনি যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি । আমাদের দৃষ্টি ভঙ্গিই আমাদের সফল বা ব্যর্থ হবার কারন ।

লক্ষ্য নির্ধারন করুনঃ


Image Source

জীবনে কিছু অর্জন করতে হলে প্রথমে লক্ষ্য নির্ধারন করা অত্যান্ত আবশ্যক । তাই আপনি জীবনে কি হতে চান সেই লক্ষ্য নির্ধারন করুন । কখনো নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না, সবসময় দৃঢ় থাকুন নিজের বিশ্বাসে। আপনার নির্ধারিত লক্ষ্য অন্যের কাছে ছোট মনে হতেই পারে তাই বলে নিজে কখনো লক্ষ্যকে ছোট মনে করবেন না। নিজের উপর সর্বদা সাহস ও বিশ্বাস রাখুন । লক্ষ্য পুরনের চলার পথে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে , তাই বলে বিচলিত না হয়ে নিজের উপর আত্মবিশ্বাস অটুট রাখুন ।


ধৈর্য ধারন করুনঃ


Image Source

প্রতিবন্ধকতার সম্মুখীন হতে গিয়ে কখনো ধৈর্য হারাবেন না মনে রাখবেন আল্লাহ তা'আলা একমাত্র ধৈর্যশীল ব্যক্তিদের সাহাজ্য করেন । কখনো হতাশ হবেন না কি পেলেন না বা কি হারালেন তা চিন্তা না করে বরং কি পেয়েছেন সেটা নিয়ে চিন্তা করুন। এতে আপনার ধ্যান ধারনা পজিটিভ হবে । বিপদে আপদে সবসময় সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন আপনার চলার পথের একটি দরজা বন্ধ হলে, ধৈর্য ধারন করে দেখবেন সহস্রটি দরজা খুলে যাবে আপনার জন্যে ।


শুকরিয়া আদায় করতে শিখুনঃ


Image Source

আপনি আপনার লক্ষ্য পুরনের যাত্রায় যা পাচ্ছেন এবং যতোটুকু পাচ্ছেন তার জন্য মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতে শিখুন । আমরা সবাই জানি শুকরিয়া আদায় করলে বরকত বাড়ে। আপনি আপনার সৃষ্টিকর্তার প্রতি যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনার সৃষ্টিকর্তা আপনার তত বেশি আপনার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে । সফলতার পথে চলতে সৃষ্টিকর্তার রহমত অত্যান্ত আবশ্যক । সকল অপ্রাপ্তি নিয়ে আফসোস করা বাদ দিন, এতে কখনো শান্তি পাবেন না। সংশয়কে পিছে ফেলে এগিয়ে যান অবিচল লক্ষ্যের দিকে।

অলসতাকে "না" বলুনঃ


source

সাফল্য পেতে হলে অবশ্যই অলসতাকে "না" বলতে হবে। কেননা সফলতা কঠোর পরিশ্রমি মানুষদের প্রাপ্য, অলসদের জন্য নয় । অলস মানুষদের অপর একটি বদ অভ্যাস হচ্ছে অজুহাত । তারা সবসময় কাজকে পিছিয়ে নিয়ে যাবার জন্য নিজেদের অজুহাত প্রস্তুত থাকে। তাই সাফল্য পেতে হলে অবশ্যই অলসতা ও অজুহাত পরিহার করতে হবে। আপনার জীবনে হাজারো সমস্যা থাক্তেই পারে তাই বলে অজুহাত দেখানো যাবে না। বরং সেই সমস্যার সমাধানের হাল খুজে বের করতে হবে।zakucustomfooter2.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জকু ভাই আমার কাছে পোস্টগুলো খুব ভালো লাগে। আপনার পোস্টগুলো অনুপ্রেরণা যোগায়। আপনার সহযোগিতা কাম্য।

জাকু ভাই আপনার সবগুলো পোস্ট দেখা হয়। সফলতা কিভাবে আসবে জাকু ভাই আপনার সাহায্যে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই

সাফল্য পেতে হলে অবশ্যই অলসতাকে "না" বলতে হবে

You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!

informative ... nice writing vhaiya

লক্ষ্য ছাড়া জীবনে উন্নত হওয়া সম্ভব না!
বড় যদি হতে চাও, সফলতা যদি অর্জন করতে চাও......তবে উদ্দেশ্যহীন পথ চলো না! লক্ষ্যই জীবন উন্নয়নের চাবি কাঠি

Very very and very helpful contain. you need carry on with this type post. Thanks for share with us

Darun.amazing post.amar kub valo legeche.atai bastob.lokkho Chara kono ka je sofol hoa Jai na. Thanks for sharing .