সফলতার চাবিকাঠি

in motivation •  6 years ago  (edited)

সফলতা আমাদের সকলের মৌলিক অধিকার, অবাক হবার কথা হলেও এটাই সত্যি । সফলতা কখনো সহজে অর্জন করা যায় না, এর পথে রয়েছে অনেক বাধা অনেক বিপত্তি । যারা ধৈর্য ধারন করে এসব বাধা বিপত্তি উপেক্ষা করতে পারবে তারাই একমাত্র সফলতার মুল চাবি টা হাতে পাবে। একজন সফল ব্যক্তি ও একজন ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য করলে আপনি যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি । আমাদের দৃষ্টি ভঙ্গিই আমাদের সফল বা ব্যর্থ হবার কারন ।


লক্ষ্য নির্ধারন করুনঃ

Image Source

জীবনে কিছু অর্জন করতে হলে প্রথমে লক্ষ্য নির্ধারন করা অত্যান্ত আবশ্যক । তাই আপনি জীবনে কি হতে চান সেই লক্ষ্য নির্ধারন করুন । কখনো নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না, সবসময় দৃঢ় থাকুন নিজের বিশ্বাসে। আপনার নির্ধারিত লক্ষ্য অন্যের কাছে ছোট মনে হতেই পারে তাই বলে নিজে কখনো লক্ষ্যকে ছোট মনে করবেন না। নিজের উপর সর্বদা সাহস ও বিশ্বাস রাখুন । লক্ষ্য পুরনের চলার পথে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে , তাই বলে বিচলিত না হয়ে নিজের উপর আত্মবিশ্বাস অটুট রাখুন ।


ধৈর্য ধারন করুনঃ

Image Source SayingImages

প্রতিবন্ধকতার সম্মুখীন হতে গিয়ে কখনো ধৈর্য হারাবেন না মনে রাখবেন আল্লাহ তা'আলা একমাত্র ধৈর্যশীল ব্যক্তিদের সাহাজ্য করেন । কখনো হতাশ হবেন না কি পেলেন না বা কি হারালেন তা চিন্তা না করে বরং কি পেয়েছেন সেটা নিয়ে চিন্তা করুন। এতে আপনার ধ্যান ধারনা পজিটিভ হবে । বিপদে আপদে সবসময় সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন আপনার চলার পথের একটি দরজা বন্ধ হলে, ধৈর্য ধারন করে দেখবেন সহস্রটি দরজা খুলে যাবে আপনার জন্যে ।


শুকরিয়া আদায় করতে শিখুনঃ


Image Source

আপনি আপনার লক্ষ্য পুরনের যাত্রায় যা পাচ্ছেন এবং যতোটুকু পাচ্ছেন তার জন্য মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতে শিখুন । আমরা সবাই জানি শুকরিয়া আদায় করলে বরকত বাড়ে। আপনি আপনার সৃষ্টিকর্তার প্রতি যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনার সৃষ্টিকর্তা আপনার তত বেশি আপনার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে । সফলতার পথে চলতে সৃষ্টিকর্তার রহমত অত্যান্ত আবশ্যক । সকল অপ্রাপ্তি নিয়ে আফসোস করা বাদ দিন, এতে কখনো শান্তি পাবেন না। সংশয়কে পিছে ফেলে এগিয়ে যান অবিচল লক্ষ্যের দিকে।


অলসতাকে "না" বলুনঃ

Untitled.png

Image Source

সাফল্য পেতে হলে অবশ্যই অলসতাকে "না" বলতে হবে। কেননা সফলতা কঠোর পরিশ্রমি মানুষদের প্রাপ্য, অলসদের জন্য নয় । অলস মানুষদের অপর একটি বদ অভ্যাস হচ্ছে অজুহাত । তারা সবসময় কাজকে পিছিয়ে নিয়ে যাবার জন্য নিজেদের অজুহাত প্রস্তুত থাকে। তাই সাফল্য পেতে হলে অবশ্যই অলসতা ও অজুহাত পরিহার করতে হবে। আপনার জীবনে হাজারো সমস্যা থাক্তেই পারে তাই বলে অজুহাত দেখানো যাবে না। বরং সেই সমস্যার সমাধানের হাল খুজে বের করতে হবে।

style1.png

আশা করি উপরোক্ত আলচিত বিষয়গুলো ভালো ভাবে আয়ত্ত করতে পারলে আপনি অতি শিগ্রই সাফল্যের দেখা পাবেন। ধন্যবাদ আপনার মুল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য। পোস্টটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।

আমার পূর্ববর্তী সকল পোস্ট হচ্ছেঃ

১) STEEMIT এ সঠিক ভাবে উপার্জন করার নিয়ম ও বিড বোটের বিস্তারিত সম্পর্কে আলোচনা
২) Minnowbooster এর সকল সার্ভিস নিয়ে বাংলা আলোচনা । ( Part - 1 )
৩) MinnowBooster এর সকল সার্ভিস নিয়ে বাংলা আলোচনা । ( Part - 2 )
৪) মিনোবুস্টার এর সঠিক ব্যবহার ও ব্লকলিস্ট থেকে পরিত্রান এর জন্য করনীয় পদক্ষেপ
৫) ভার্সিটি লাইফে যেই উপদেশ গুলো মেনে চলা উচিত ।

giphy.gif

upvote.gif

giphy.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক ভাল লাগলো আপনার আর্টিকেলটি। সফলতা লুকিয়ে আছে মানুষের পরিশ্রমের ভিতরে।

ভাইয়া আমার MinnowBosster নিয়ে প্রশ্ন করা থামছেইনা। বিরক্ত হবেন না। আরো কিছু প্রশ্ন করছি এখানে -

আমি গতকাল এই আর্টিকেল এ ৩ এসবিডি Minnowbosster কে দিয়েছিলাম।
আর আমার আর্টিকেলটি ছিল ১০০% ইউনিট। আমাকে রিটার্ন দিয়েছে $4.5 যা এসবিডিতে নিলে হয় 2.25sbd আর 0.78sp এর মত। এখানে তো আমাকে ২৫% লাভ দিলোনা বরং লস হলো মনে হচ্ছে। এমন কোন উপায় কি আছে যেই উপায়ে এসবিডি সেন্ড করলে প্রফিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়?
প্লিজ উত্তর আশা করছি ! ধন্যবাদ ভাইয়া !

ধন্যবাদ kawkab আপনার মুল্যবান কমেন্টের জন্য ।

আপনার পোস্টটা দেখলাম খুব সুন্দর হয়েছে। আপনি মিনোবুস্টারকে ৩ দিয়েছিলেন 0.035 ফেরত আসছে । মুলত নরমাল ইউজাররা ১৮% লাভ পায় । কিন্তু ছোট ভোট এর ক্ষেত্রে মাঝে মাঝে ক্যালকুলেশনে সমস্যা হয়। আপনার ক্ষত্রেও এমনটা ঘটেছে । এতে আপনার লস হবে না অল্প সংখ্যক লাভ হবে। এবং সবচেয়ে বড় কথা পোস্ট এর visibility বৃদ্ধি পাবে। আশা করি আমার আপভোট আপনার কিছুটা হলেও লাভে আসবে । ধন্যবাদ এবং Best Of Luck

আপনাকে ধন্যবাদ সুন্দর ভাবে উত্তর দেওয়ার জন্য ! আপনার নতুন আর্টিকেল এর অপেক্ষায় রইলাম ।

  ·  6 years ago (edited)

tar mane ki vai, beshi invest korte hobe? ar beshi holeo koto beshi? ektu jodi idea diten! @zaku

  ·  6 years ago Reveal Comment

You got a 16.04% upvote from @postpromoter courtesy of @zaku!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

It can all take long but will be worth the waiting.

Yeah you right

হায় ভাইয়া আপনি কেমন আছেন,,
আমি কিভাবে মিনিবোস্টারের ভোট নেব একটু পরামর্শ দেবেন

amar ager post gula dekhlei bujhte parben

insist and persist is the key to everything in life. before obstacles, it is best to accept them and face them with gallantry

Thanks @hasbydias for your wise words

  ·  6 years ago (edited)

vai valo lagse abar ,apnar moto lekhte parle r promote korte parlei hoy! :3 try e asi hobe aste aste asha kori 😇

Dhonnobad @sfturzo , Obosshoi parben best of luck

গুরুত্বপূর্ণ বিষয়ে দারুন আলোচনা । আশা করি সফলকাম ব্যক্তিরা উপকৃত হবে। ধন্যবাদ ভাই......

Apnakeo Dhonnobad apnar mulloban somoy diye post ta porar jonno

This post has received a 61.69 % upvote from @booster thanks to: @zaku.

Yes ,I am agree with you.Thanks a lot for giving so nice post.

You welcome @dwip20

really a great post man. I also think that success can be possible if one can wanna be. It will definitely depond on mind and persistance. stay tuned and also give you always upvote. follow me to bro.

Appreciated @steemvive

খুব ভালো লিখেছেন...

আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখন ভোট কিনা লস হচ্চে , পোস্টের value অটোমেটিক কমে যায়, যা পে-আউটের সময় কম লাভ দেয়...

ভাই আপনার পোস্টে অনেক upvote পড়ে তারপরও আপনি অনেকের পোস্ট resteeme করেছেন । resteeme করলে কি লাভ হয় এবং কোন ধরনের পোস্ট resteeme করা উচিত জানাবেন প্লিজ।