চীনা বাঁশগুলো কিন্তু একেবারেই বড় হয়ে যায় নি । কারন মূল শক্ত না হলে ৯০ ফুটি একটা বাঁশ দাঁড়াতেই পারবে না, এইজন্যে পাক্কা ৫ বছর ধরে এটি শুধুমাত্র মাটির তলে নিজের মুল-শেকড় ঠিক করেছে । আর ঠিক এই কারনেই যত ঝড়-ঝাপটা সুক, যে দুর্যোগই হোক, চীনা বাঁশ টিকে থাকবে স্বমহিমায় ! অন্যদিকে অন্য সাধারণ বাঁশের মত হলে সেগুলোর মত চীনা বাঁশও সহজে ভেঙ্গে পড়ত ।
আমাদের জীবনটাও অনেকটা এরকমই । জীবনে আমরা দু ধরনের সাফল্যের পেছনে ছুটতে পারি । দ্রুত এবং ক্ষণিকের বা শর্ট টার্ম সাফল্য, আর বিলম্বিত বা লং টার্ম সাফল্য । শর্ট টার্মে তুমি বেশ সফল হয়ে যেতে পার, কিন্তু তোমরা এই সাফল্য বেশিদিন থাকবে না । অন্যদিকে লং টার্ম হতে অনেক সময় নিলেও, দীর্ঘস্থায়ী সাফল্য নিশ্চিত ! তাই নিজেকে গোড়া থেকে তৈরি কর, নিজের বেসিক ভালো করে তারপর নিজেই এগিয়ে যেতে থাকো সাফল্যের দিকে ।
২. ছোট ছোট ধাপে এগিয়ে যাওয়া ।
চীনা বাঁশগুলো কিন্ত রাতারাতি বিশাল বড় হয়ে যায়নি । তারা সময় নিয়েছে, এবং একটা সময়ে এসে এগুলো বড় হয়েছে । টানা ৫ বছর ধরে ছোট ছোট ধাপে এরা নিজেদের মুলের উন্নতি করেছে, সেগুলোকে ধারনক্ষম করেছে । তারপরই না এদের সগর্ব আত্মপ্রকাশ !
আমাদের জীবনটাও এমনই । তুমি চাইলেই হুট করে বিশাল কোনো সাফল্য পেয়ে যেতে পার না । সময় লাগবে, শ্রম আর ভাগ্যের সহায়তাও লাগবে । তাই তুমি যে কাজে ভালো, যা নিয়ে তোমার আগ্রহ আছে; সেটি তুমি তোমার মতো করে ছোট ছোট ধাপে করতে থাকো, উন্নত হও ।
৩. অধ্যবসায়, ধৈর্য, বিশ্বাস ।
চীনা বাঁশ যখন ৪ বছরেও হচ্ছিল না, তখন অনেকেই হতাশ হয়ে আর যত্ন আত্তি করেনি বাঁশের । তাদের মনে বিশ্বাস ছিল না । তারা ভেবেছিল এই গাছ মরে গেছে । কিন্তু আর একটা বছর পরে যে একটা মহীরুহ জন্মাবে সেই ছোট্ট জায়গাটিতে, সে খবর তারা জানত না । যারা কঠোর অধ্যাবসায়ের সাথে দিনের পর দিন গাছের যত্ন নিয়েছে, ধৈর্য ধরে অপেক্ষা করেছে - তারাই বিশাল বাঁশের মালিক হতে পেরেছে ।
আমাদের জীবনেও এই তিনটি গুনের খুব বেশি দরকার । তুমি জীবনে সফলতার মুখ সহজে নাও দেখতে পার, হতাশায় নিমজ্জিত হয়ে থাকতে পার । কিন্তু তাত যদি হাল ছেড়ে দাও তাহলে কোনো লাভ নেই । অধ্যবসায় দেখাও, লেগে থাকো যে কাজটি ভালোবাস তার পেছনে । একটু ধৈর্য ধরো, নিজের উপর বিশ্বাস রাখো - সাফল্য আসবেই !
আজ এই পর্যন্ত দেখা করবো নতুন অন্য কোন শিক্ষামুলক কন্টেট নিয়ে ।
You have received an upvote from @nicestbot. I am an automated curation bot trying to make minnows happy.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has received a 26.02 % upvote from @booster thanks to: @zaku.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Nice Post @zaku...
I am from Bangladesh...
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thank you represent our bangladesh and bangla post 👍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit