অনুভুতি মানে করে কোন ব্যক্তির মনে যে আনন্দ, দুঃখ, ভালোবাসা, ঘৃণা এবং অন্যান্য অনুভুতি উঠছে তা বোঝায়। মানুষের জীবনে অনুভুতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনুভুতি সম্পর্কিত কথাগুলো মানুষের মনের স্পর্শস্থল ছুঁয়ে তুলে দেয়। আমরা যে বাণী, কবিতা এবং উক্তি শোনি, তা সবই মানুষের অনুভূতি প্রকাশ করে তুলে দেয়।
কিছু জনপ্রিয় অনুভূতি সম্পর্কিত উক্তি, বাণী ও কবিতা হলঃ
১। "জীবন একটি রঙিন চিত্র, সেটি আপনার চিন্তার উপর ভিত্তি করে চিত্রিত হয়ে থাকে" - ওস্কার উইল্ড
২। "জীবন তোমার কাছে যা দিয়েছে সেই দিয়ে ক্ষুধা নিবে না, তুমি যা পাও সেটি দিয়ে তোমার সমস্ত অনুভুতি পূর্ণ কর" - রবীন্দ্রনাথ ঠাকুর