মনে করেন, আপনার কাছে ১০০ টাকা আছে। তা দিয়ে ২০ টা সিঙ্গাড়া কিনে এলাকার এক ছোট ছেলেকে বললেন, আজকে আছরের নামাজের পর ছোট ছোট পোলাপাইন সবাই যেনো মসজিদে আসে। খাবার দেয়া হবে।
দেখবেন, হৈ হৈ করে সব পোলাপাইন মসজিদে এসে রেডি। সর্বমোট ১৩-১৪ জন পিচ্চি কিচিরমিচির করছে মসজিদের বারান্দায়। এখন আপনার প্রজেক্ট শুরু করবেন। সেটা কি?
এই বাচ্চারা, কে কে অজু করতে পারো?
- আমি, আমি, আমি, আমি.... (অনেকে এম্নেই হাত তুলবে)
কে কে নামাজ পড়তে পারো?
- আমি, আমি, আমি, আমি.... (অনেকে এম্নেই হাত তুলবে)
বাহ। সবাই পারো তো। খুব ভাল। চলো আবার শিখি আজকে। এই যে এইভাবে এইভাবে।
মোটামুটি ৩০ মিনিটের প্রোজেক্টের মাধ্যমে ১৩-১৪ জনের উপর এমন ইনভেস্টমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, যার লাভ আপনি দুনিয়ায় পাবেন তো পাবেন; মরার পর আপনার নামাজ রোজার সওয়াব যখন বন্ধ- তখন কবরে থেকে দেখবেন যে, 'প্রতিদিন ৫ বার করে সওয়াব আপনার আমল বক্সে ঢুকতেছে।'
যদিও প্রজেক্টে ছিল ১৩-১৪ জন, কিন্তু দেখা যাবে কয়েক হাজার, কয়েক লাখ, কয়েক কোটি জায়গা থেকে লাভ আসতেছে। ওয়াও না?
তাই, বছরে একবার হলেও প্রজেক্ট-টা চালাতে পারেন, ইনশাআল্লাহ।
ওয়ামা তাউফিকি ইল্লা বিল্লাহ।