Movie : Avatar: The Way Of Water. Director : James Cameron

in move •  2 years ago 

কথায় বলে না শেষ থেকে শুরু সেটাই হতে যাচ্ছে সিনেমা লাভারদের জন্য।এখন বিশ্বজুড়ে সিনেমা লাভার ভাসছেন এভাটার ২ ক্রেজ।যার এখন পর্যন্ত ওয়াল্ড ওয়াইড গ্রোস টোটাল কালেকশন ৪৪১.৬ মিলিয়ন ডলার যা বাংলাদেশী ৪৬৯৭ কোটি টাকা।💥❤️
এভাটার ২ রেশ কাটতে না কাটতেই সাউথ ফ্যানদের জন্য হাজির হচ্ছে বিজয় থ্যালাপাথি ফ্যান আর অজিত কুমারের ফ্যানদের হাইপ তোলা সিনেমা ভারিসু আর থুনিভু।একদিনের আগে পিছে সিনেমা ২ টা মুক্তি পাবে।সুতরাং বছর টা দারুন ভাবে গেল।ত্রিপল আর থেকে শুরু করে হলিউডের এভাটার ২ দিয়ে বছর শেষে করে আবার শুরু হয়ে ভারিসু,থুনিভু দিয়ে ২৩ সালের যাত্রা টা সিনেমা লাভারদের জন্য অনেক এক্সসাইটিং হতে যাচ্ছে।আর ২৩ সালের আর ও হলিউড বলিউড সাউথ প্লাস অন্যান্য ইন্ডাস্ট্রির সিনেমা ধামাকা তো আছেই।সুতরাং সবাই রেডি থাকুন ধামাকার জন্য💥💥❤️❤️

FB_IMG_1671631213184.jpg

FB_IMG_1671631215985.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!