প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
১৮ নভেম্বর বৃহৎ আন্দোলনের পর সচিবালা থেকে নির্দেশ আসে সরকারি তিতুমীর কলেজ কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করা যায় কিনা তার জন্য একটি 14 জন বিশিষ্ট কমিটি গঠন করা। পরবর্তীতে সেই কমিটি গঠন করা হলেও তাদের কোন কার্যকলাপ দেখা যায় না। আর এটা ছাত্র-ছাত্রীরা মেনে নিতে পারছিল না।
তাই তারই ধারাবাহিকতায় কলেজের সকল ছাত্র-ছাত্রী আন্দোলনে নামে। কলেজের সামনে তারা ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করে। এবং মূল ফটক তিতুমীর বিশ্ববিদ্যালয় ব্যানার টাঙিয়ে দেয়।
এই কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দীর্ঘ 20 বছর ধরে এ কলেজের ছাত্রছাত্রীরা আন্দোলন করে আসছে। আর তার জন্যই এখনো সে আন্দোলন চলমান।
এটি একটি ঢাকা উত্তরের বৃহৎ কলেজ। প্রতিবছর এখানে বহুৎ পরিবারের ছাত্রছাত্রী ভর্তি হয়। আর এটি একটি স্নাতক কলেজ। এখানে কোন ইন্টারমিডিয়েট নেই।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
সর্বোপরি এটি বিশ্ববিদ্যালয় হওয়ার মতো একটি প্রতিষ্ঠান। তবে এখানে কাঠামো গত অনেক দুর্বলতা আছে। সেগুলোকে কাটিয়ে তুলতে হবে। এবং কলেজের জায়গার পরিমাণ বাড়াতে হবে।